Attached Documents with IT Return রির্টানের সাথে যেসব প্রমাণাদি/তথ্য/দলিলাদি দাখিল করতে হবে।

রির্টানের সাথে যেসব প্রমাণাদি/তথ্য/দলিলাদি দাখিল করতে হবে
Attached Documents with IT Return রির্টানের সাথে যেসব প্রমাণাদি/তথ্য/দলিলাদি দাখিল করতে হবে।


1. বেতন খাত
ক) বেতন বিবরণী
খ) ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকরে ব্যাংক বিবরণী বা ব্যাংক সাটিফিকেট

গ) বিনিয়োগ বাতা দাবী থাকলে তার সপক্ষে প্রমাণাদি। যেমন- জীবন বীমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রশান

2. নিরাপত্তা জামানতের সুদ খাত
ক) বন্ড বা ডিবেঞ্চার যে বছরে কেনা হয় সে বন্ড বা ডিবেঞ্চার ফটোকপি
খ) সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র;
গ) প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিবেঞ্চার কেনা হয়ে থাকলে ঋনের সুদের সমথনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাটিফিকেট/ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র

3.গৃহ-সম্পত্তি খাত
ক) বাড়ী বাড়ার সমর্থনে ভাড়ার চুক্তিনামা বা ভাড়ার রশিদের কপি, মাসভিত্তিক বাড়ী ভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ী ভাড়া জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী;
খ) পৌর কর, সিটি কর্পোরেশন কর, ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রশিদের কপি;
গ) ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ী কেনা বা নির্মান করা হয়ে থাকলে ঋনরে সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সাটিফিকেট;

ঘ) গৃহ-সম্পত্তি বীমাকৃত হলে বীমার প্রিমিয়ামের রশিদের কপি

4. ব্যবসা বা পেশা খাত

ব্যবসা বা পেশার আয়-ব্যয়ের বিবরণী(Income statement) ও স্তিতিপত্র (Balance Sheet)

5. অংশীদারী ফার্মের আয়
ফার্মের আয়-ব্যয়ের বিবরণী(Income statement) ও স্তিতিপত্র (Balance Sheet)

6.মূলধনী লাভ
ক) স্থাবর সম্পত্তি বিক্রয়/হস্তান্তর হরে তার দলিলের কপি;
খ) উৎসে আয়কর জমা হলে তার চালান/পে-অর্ডারের ফটোকপি;

গ) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত প্রত্যয়নপত্র

7.অন্যান্য উৎসের আয়ের খাত
ক) নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী, ডিভিডেন্ট  কপি বা সাটিফিকেট;
খ) সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেয়া সাটিফিকেটের কপি;
গ) ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী/সাটিফিকেট;
ঘ) অন্য যে কোন আয়ের উৎসের জন্য প্রাসঙ্গিক কাগজপত্র

8.আয়কর পরিশোধের প্রমাণ (উৎসে কর কর্তনসহ)
ক) কর পরিশোধের সমর্থনে চালানের কপি, পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/একাউন্ট-পেয়ী চেক;
১০ হাজার টাকা পর্যন্ত আয়কর ট্রেজারী চালানের মাধ্যমে পরিশোধ করা যায়। এর উর্ধ্বে আয়কর পরিশোধের ক্ষেত্রে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/একাউন্ট-পেয়ী চেক ব্যবহার করতে হবে।

গ) যে কোন খাতে রআয় হতে উৎসে আয়কর পরিশোধ করা হলে কর কর্তনকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র



We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "Attached Documents with IT Return রির্টানের সাথে যেসব প্রমাণাদি/তথ্য/দলিলাদি দাখিল করতে হবে।"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel