New Membership enlisted Documents for Dhaka Taxes Bar Association ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশ এর নতুন সদস্য হওয়ার নিয়মাবলি
এতদ্বারা ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সকল সম্মানিত সদস্যগণ ও সদস্য হওয়ার জন্য আবেদনকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য ১৮৩৬ টাকা ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের রিসিটের মাধ্যমে সোনালী ব্যাংকের লিঃ কাকলাইল শাখায় / এবি ব্যাংক লিঃ, কাকরাইল শাখায় জমা দিয়ে অত্র বারের অফিস হতে নতুন সদস্য হওয়ার ফরম নিতে হবে এই ফরমটি যথাযথভাবে পূরণ করে নিম্নে উল্লিখিত কাগজপত্র সহ বারের অফিসে জমা দিতে হবে
১) ২ কপি সদ্য তোলা পার্সপোর্র্ট সাইজ রঙ্গিন ছবি (সত্যায়িত পূর্বক)
২) ১ কপি এস.এস.সি সাটিফিকেট. এইচ.এস.সি, সাটিফিকেট, স্নাতক সাটিফিকেট ও স্নাতকোত্তর সাটিফিকেট যদি থাকে এর সত্যায়িত কপি।
৩) ১ কপি বার কাউন্সিল সনদপত্র অথবা বার কাউন্সিল প্রশংসা পত্র অথবা আইটিপি সার্টিফিকেট অথবা সিএ সাটিফিকেট অথবা আই.সি.এম.এ সার্টিফিকেট এর সত্যায়িত কপি।
৪) ১ কপি জুনিয়রশীপ সার্টিফিকেট এর মূল কপি।
(সর্বনিম্ন ১২ মাস কাজের অভিজ্ঞতাসহ ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের যে কোন ১ জন সম্মানিত সিনিয়র সদস্যের কাছ থেকে তার নিজ (সিনিয়র সদস্যের) প্যাডে জুনিয়রশীপ সাটিফিকেট নিতে হবে যিনি (সিনিয়র সদস্য) সর্বনিম্ন ১০ বছর যাবৎ এই বারের সদ্স্য)
৫) ১ কপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
< নোট: উপরোল্লিকিত কার্যাদি সম্পাদনের পর নির্দিষ্ট সময়ে সকল আবেদনকারীকে ইন্টারভিউ দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। এই চিঠি অনুযায়ী ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে অত্র বারের সদস্য হওয়া যাবে।\
Office Addres:
Rajashaw Bhaban, Ground Floor, 2nd Phase, Segun Bagicha, Dhaka, Bangladesh
Phone: +88-02-9358925
E-mail: info@dtba.org.bd
Website: www.dtba.org.bd
Working Days/Hours:
Sunday - Thursday 9am to 5pm
0 Response to "New Membership enlisted Documents for Dhaka Taxes Bar Association ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশ এর নতুন সদস্য হওয়ার নিয়মাবলি "
একটি মন্তব্য পোস্ট করুন