About The BSTI (বিএসটিআই কি ও কেন??)
About the BSTI |
১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারীকৃত
অধ্যাদেশ ৩৭ (The Bangladesh Standards and Testing Institution Ordinance,
37 of 1985) এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (CTL) ও বাংলাদেশ
স্ট্যন্ডার্ডস ইন্সটিটিউশন (BDSI) কে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের
অধীনে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যন্ডার্ডস এন্ড
টেস্টিং ইন্সটিটিউশন (BSTI) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য
মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি পণ্য বিপণন , শ্রেনীবিন্যাস পরিদপ্তরটিও
(Department of Agricultural Grading and Marking) বিএসটিআই’র সঙ্গে একীভূত
হয়।
বিএসটিআই’র দায়িত্ব :
দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই’র মূল দায়িত্ব হচ্ছেঃ
ক) দেশে উৎপাদিত শিল্পপণ্য, বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্যের প্রক্রিয়া ও পরীক্ষণ পদ্ধতির জাতীয় মান প্রণয়ন।
খ) প্রণীত মানের ভিত্তিতে পণ্যমাসগ্রীর গুণগত মান পরীক্ষণ/বিশেষণ এবং পণ্যের গুণগত মানের নিশ্চয়তা বিধান।
গ) দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির প্রচলন, বাস্তবায়নসহ ওজন ও পরিমাপের সঠিকতা তদারকি ও নিশ্চিতকরণ।
BSTI STANDARD CATAGOGUE 2018 |
নিচে আপনাদের জন্য বিএসটিআই কর্তৃক ক্যাটালগ-২০১৮ একটা পিডিএফ ফাইল এর লিংক দিয়েছি। এই ফাইল থেকে আপনারা যাহারা বিএসটিআই সম্পর্কে জানতে চান তাদের জন্য খুব একটা কাজের।
0 Response to "About The BSTI (বিএসটিআই কি ও কেন??)"
একটি মন্তব্য পোস্ট করুন