A taxpayer must do একজন করদাতার করণীয় কি কি ??
একটি পূর্নাঙ্গ ট্যাক্স রিটার্ন তৈরি করতে অনেক গুল বিষয় নিয়ে কাজ করতে হয়। যেমনঃ আয়,ব্যায় সম্পযদ, দায় ইত্যাদি। ট্যাক্স রির্টান এ কোন প্রকৃত আয় প্রদর্শন না করলে তা আয় বর্হিভূত সম্পদ হিসাবে গণ্য হতে পারে, তেমনি ভাবে কোন প্রকৃত সম্পদ প্রদর্শন না করলে তা আয় বর্হিভূত সম্পদ হিসাবে গন্য হতে পারে। আয় বা সম্পদ গোপনের কারনে আপনার বিরুদ্ধে জরিমান/মামলা ইত্যাদি হতে পারে তাই.........
- ট্যাক্স রির্টান তৈরিতে সর্বদাই পেশাদার ও দক্ষ কর আইনজীবীকে নিয়োগ করা।
- প্রতিটি আয় বছরের শরু থেকে শেষ পর্যন্ত সকল ধরনের আয় ও বিশেষ বিশেষ ব্যয়ের রেকর্ড রাখা এবং বছর শেষে তা কর আইনজীবীকে সরবরাহ করা।
- ফ্ল্যাট, জমি সহ সকল ধরণের সম্পদ ক্রয়, সঞ্চয়, বিনিয়োগ ঋণ গ্রহন/প্রদান ইত্যাদির তথ্য ও তৎসংশ্লিষ্ট কাগজপত্র কর আইনজীবীকে প্রদান করা।
- রিবেট প্রাপ্তির জন্য অনুমোদিত কোন খাতে বিনিয়োগ বা দান থাকলে তার কাগজপত্র কর আইনজীবীকে প্রদান করা।
- উৎসে কর কর্তন সহ অগ্রিম আয়কর প্রদান করা হয়ে থাকলে আর কাগজপত্র কর আইনজীবীকে প্রদান করা।
- করদাতার বাৎসরিক পারিবারিক ব্যয় সম্পর্কে কর আইনজীবীকে ধারনা প্রদান করা।
- মনে রাখবে সঠিক ভাবে ট্যাক্স ক্যালকুলেশন আর ট্যাক্স রিটার্ন তৈরি করতে না পারলে ট্যাক্স ফাইল অডিট পরতে পারে অথাব পূনঃঅন্মোচিত হতে পারে।
একজন আইনজীবী সবসময় আশা করে তাহার ক্লাইন্ট যেন সমস্যায় না পড়ে। একজন আইনজীবী বা ডাক্তার কোন খোদা নয় যে আপনী ওর কাছে গেলেন তিনি সব সমস্যা আপনা আপনি জেনে নিবেন। তাই একজন করদাতা তাহার কর আইনজীবী কে তাহার আর্থিক বিবরণী সমূহ উল্লেখ করতে হবে। এতে আইনজীবী তাহার আর্থিক বিবরণী সমূহ পর্যালোচনা করে পরিপূর্ন আয়কর রির্টান তৈরি করবেন।
0 Response to "A taxpayer must do একজন করদাতার করণীয় কি কি ??"
একটি মন্তব্য পোস্ট করুন