VAT Question with Ans any Exam মূল্য সংযোজন কর এর গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর

VAT Question with Ans any Exam  মূল্য সংযোজন কর এর গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর


1)  মূল্য সংযোজন কর কি?
উঃ: যে পণ্য বা সেবার উপর কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।



2)  মূল্য সংযোজন করের স্ট্যান্ডার্ড হার কত?
উঃ ১৫%


3) বাংলাদেশের প্রযোজ্য কর হার কত?
উঃ: করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে 15%। 

তবে শর্ত থাকে যে সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্ট কিছু যেকোনো পণ্য বা সেবার ক্ষেত্রে রাস কৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করিতে পারিবে।
( বর্তমানে 2%, 2.4 %, 4.5 %, 5.5% ও 10% এই 6 টি হ্রাসকৃত ভ্যাটের হার প্রযোজ্য রয়েছে।


রপ্তানি 0%


তিন কোটি টাকা পর্যন্ত টার্নওভার সম্পন্ন করদাতার উপর প্রযোজ্য টার্নওভার কর 4 % {তাদের ক্ষেত্রে মুসক প্রযোজ্য নয়।


বিলাসী পণ্য ও সেবার ক্ষেত্রে বিভিন্ন হারে সম্পূরক শুল্ক।




4) ব্যাক-টু-ব্যাক এলসি কি?


উঃ: মাস্টার এলসির সূত্র ধরে স্থানীয় পর্যায়ে বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লিয়েন ব্যাংকের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে ব্যাক-টু-ব্যাক এলসি বলে।


5) কে কর পরিশোধ করে?


উঃ: উৎপাদক, আমদানিকারক, ব্যবসায়ী এবং রপ্তানিকারক।


6) সরবরাহ কাকে বলে?
উঃ: মূল্য প্রদান করে মালিকানা পরিবর্তন করাকে সরবরাহ বলে।


7) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এ কয়টি অধ্যায় ও ধারা আছে?


উঃ: আঠারোটি অধ্যায় ও 139 টি ধারা


8) মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রাপ্ত পণ্য ও সেবা সমূহ কোন তফসিলে আছে?
উঃ: প্রথম তফসিল।


9) SRO মানে কি?
উঃ: statutory regulatory order


10 ) 'Excise duty' Rate?
উঃ maximum 74 % and minimum 2.5%


11) অর্থনৈতিক কার্যক্রম কি?
অর্থনৈতিক কার্যক্রম বলতে পণ্য , সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিতভাবে পরিচালিত কোন কার্যক্রমকে বুঝায়।


12) পাঁচটি অব্যাহতি প্রাপ্ত পণ্যের নাম লিখ?
উঃ: গবাদি পশু, ফল, শাক সবজি, মাংস, চাল (অ প্রক্রিয়াজাত কৃষি বস্তু)




13) কাদেরকে নিবন্ধন হতে অব্যাহতি দেওয়া হয়েছে?
উঃ:
১) যে সকল ব্যক্তি অথবা প্রতিষ্ঠান করযোগ্য নয় এমন পণ্য বা সেবা ( মূসক আইন এর প্রথম তফসিল বর্ণিত পণ্য ও সেবা) সরবরাহ করে থাকে।
২) যে সকল ব্যক্তি অথবা প্রতিষ্ঠান করযোগ্য পণ্য বা সেবা (বাধ্যতামূলক নিবন্ধন এর আওতাভুক্ত পণ্য বা সেবা ব্যতীত) সরবরাহের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার এর পরিমাণ 3 কোটি টাকার কম।




14)  নিবন্ধন হওয়ার বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও কোন ব্যক্তিকে নিবন্ধিত হতে হবে?
উঃ: মূসক ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা-২ অনুযায়ী, উপধারা 21 এ যাহা কিছুই থাকুক না কেন নিম্নবর্ণিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তিকে টার্নওভার নির্বিশেষে মূসক নিবন্ধিত হইতে হইবে


তিনি
ক) সম্পূরক শুল্ক আরোপ যোগ্য পণ্য বা সেবা সরবরাহ প্রস্তুত বা আমদানিকারক।
খ) কোন টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোন যুক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা উভয় সরবরাহকারী।


গ) আমদানি রপ্তানি ব্যবসা নিয়োজিত ব্যক্তি


ঘ) বোর্ড কর্তৃক নির্ধারিত কোন নির্দিষ্ট ভৌগলিক এলাকায় বা কোন নির্দিষ্ট পণ্য বা সেবার সরবরাহ প্রস্তুত বা আমদানির সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত।


15) নিবন্ধন আবেদনের সাথে কি কি দলিলাদি দাখিল করতে হয়??


উঃ
১- প্রযোজ্য সকল তথ্য সন্নিবেশিত কর মূল্য সংযোজন কর নিবন্ধনের আবেদন পত্র ফরম মুসক 2.1।
২) ট্রেড লাইসেন্স
৩) জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট।
৪) টিআইএন সার্টিফিকেট।
৫) আমদানিকারকের ক্ষেত্রে আই আরসি
৬) রপ্তানিকারক এর ক্ষেত্রে ইআরসি
৭) পণ্য উৎপাদনকারী ক্ষেত্রে উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণ সম্পর্কিত ঘোষণা।
৮) ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য
৯) লিমিটেড কোম্পানির জন্য মেমোরেন্ডাম অব আর্টিকেল , অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস এবং সার্টিফিকেট অফ ইন্সরপরেশন ,
পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অংশীদারিত্বের চুক্তিপত্র।


১০) মূলধনী যন্ত্রপাতির তালিকা
১১) সেক্সুয়ালি আউট প্লান বা ব্লু প্রিন্ট
১২) পূর্ণ নিবন্ধনের ক্ষেত্রে 11 ডিজিট বিশিষ্ট নিবন্ধনপত্র কপি।
১৩) কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল বিক্রয় কেন্দ্রের বা শাখা-প্রশাখা তালিকা।




16) ব্যবসায় কি কি পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে কমিশনার কে অবহিত করতে হয়


উঃ ১) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যেকোনটিতে পরিবর্তন।


২) নতুন ধরনের কোন ব্যবসায় সংযোজন বা বিদ্যামান ব্যবসার কোনরূপ বিয়োজন।


৩) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন।


৪) নতুন শাখা ইউনিট চালু বা পুরাতন কোন শাখা ইউনিট বন্ধ করুন।


৫) বোর্ড কর্তিক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোন পরিবর্তন।




17) তথ্য পরিবর্তনে আবেদনের পদ্ধতি কি


উঃ তথ্য নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অনলাইনে দাখিলের ক্ষেত্রে ফরম মুসক 2.1 এ এবং কাগজে আবেদনের ক্ষেত্রে ফরম 2.5 এ তথ্য পরিবর্তিত হইবার 15 দিনের মধ্যে কমিশনার কে অবহিত করবেন।




18) শাখা ইউনিট নিবন্ধনের আবেদন করতে হবে কোন ফরমের মাধ্যমে?
উঃ মূসক 2.2


19) মুসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা প্রদান করা হয়েছে মূসক ও সম্পূরক শুল্ক আইন 2012 এর কোন ধারাতে।?


উঃ মূসক ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 83 তে


2) কোন করদাতার নিকট হতে প্রাপ্ত সকল তথ্য এবং দলিলাদি গোপনীয় গণ্য হবে কোন ধারা অনুযায়ী?
উঃ মূসক ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 89 অনুযায়ী।


21) বিভাগীয় কর্মকর্তা কর্তৃক কমিশনারের নিকট উপকরণ উৎপাদ সহক প্রেরন কখন করতে হয়?


উঃ  7 কার্যদিবসের মধ্যে।


24) উপকরণ কর কি??
উঃ নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত বা অন্যকোন নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে উপকরণ ক্রয়ের ক্ষেত্রে উক্ত উপকরণের মূল্যের উপর যে মূল্য সংযোজন কর পরিশোধ করা হয় সেটাই উপকরণ কর।




25) রেয়াত গ্রহণের শর্ত গুলো কি কি??


উঃ
১) বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই 15 শতাংশ হারে মুসক প্রদয় হবে


২) সরবরাহ কার্যক্রম সমূহ অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় সম্পন্ন হতে হবে সরবরাহের ক্ষেত্রে ব্যক্তি সরবরাহের পন পরিশোধ করবেন বা পরিশোধের জন্য দায়ী হবেন অর্থাৎ বাকিতে ক্রয় এর ক্ষেত্রে চালানে বা গ্রহণযোগ্য কোন চুক্তিতে বিষয়টি স্পষ্ট উল্লেখ থাকতে হবে ) মূল্য 1 লক্ষ টাকা অতিক্রম করলে সরবরাহের বিপরীতে আংশিক বা সমুদ্য় পরিমাণ ব্যাংকিং মাধ্যমে পরিশোধিত হতে হবে সরবরাহের ক্ষেত্রে বৈধ কর চালানপত্র মূসক 6.3 এবং আমদানির ক্ষেত্রে রিলিজ অর্ডার সহ বিল অব এন্ট্রি থাকতে হবে


৩) নতুন আইনের ধারা ৪৬ এর শত প্রতিপালক করে রেয়াত গ্রহণ করা যাবে।


এছাড়া আর চলবে নতুন নতুন প্রশ্ন ও আয়কর ও ভ্যাট সম্পকে প্রশ্ন ও উত্তর




We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "VAT Question with Ans any Exam মূল্য সংযোজন কর এর গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel