Who should file the income tax return ??? what will be the fine if not আয়কর রির্টান কারা দাখিল করতে হবে এবং না করলে কি জরিমান হবে
Who should file the income tax return ??? what will be the fine if not/taxbd99 |
আয়কর রিটার্ন কারা দাখিল করবেন।
সাধারণভাবে কোনো ব্যক্তি করদাতা আয় যদি বছরে 2 লক্ষ 50 হাজার টাকার বেশি হয়
তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে। মহিলা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের ক্ষেত্রে
তাদের আয় যদি বছরের তিন লক্ষ টাকার বেশি,
প্রতিবন্ধিতা করদাতার আয় যদি বছরে 4 লক্ষ টাকা টাকার বেশি এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা যদি বছরে চার লক্ষ 25 হাজার টাকার বেশি হয় তাহলে ওই করদাতাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
আবার কয়েকটি ক্ষেত্রে আরো আয়ের পরিমাণ যাই থাক না কেন করদাতাকে রিটার্ন
দাখিল করতে হবে
ক) যদি আয় বছরে করদাতা তার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করে।
খ) আয় বছরের পরবর্তী তিন বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা
তারা আয় করযোগ্য হয়ে থাকে।
গ) করদাতা যদি
1) কোন কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক বা শেয়ারহোল্ডার হোন
2) কোন ফার্মের অংশীদার
3) সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত
কোনো আইন আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কর্তৃপক্ষ, কর্পোরেশন বা ইউনিটের
কর্মচারী হয়ে আয় বছরের যে কোন সময় 16 হাজার টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল
বেতন আহরন করে থাকেন।
4) কোন ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে যে নামে অভিহিত হোক না
কেন বেতনভোগী কর্মী হন।
উ) যদি বছর কোন এক সময় নির্গুণ তোর সাথে যে কোনটির জন্য প্রযোজ্য হয়--
1 মোটর গাড়ির মালিকানা থাকা (মোটর গাড়ি বলতে জিপ মাইক্রোবাসo কে বুঝাবে।)
2 মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকা।
3 কোন সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা।
4) চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চাটার্ড একাউন্টেন্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস, প্রকৌশলী স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধন থাকা।
5) আয়কর আইনজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধন থাকা
6) কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়ীক সংঘ বা সংস্থার সদস্যপদ থাকা।
7) কোন পৌরসভা সিটি কর্পোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদপ্রার্থী হওয়া।।
8) কোনো সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করা।
9) কোন কোম্পানির বা কোন গ্রুপ অব কোম্পানির পরিচালনা পর্ষদে থাকা।
10) রাইড শেয়ারিং ব্যবস্থায় মোটরযান প্রদান করা
11) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধিত প্রতিষ্ঠিত হওয়া।
12) বাংলাদেশের স্থায়ী স্থাপনা মাধ্যমে ব্যবসায় উপার্জনকারী অনিবাসী হওয়া।
রিটার্ন দাখিল না করলে কি হয়
কোন করদাতা আয়কর অধ্যাদেশ এর 75 ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশের 124 ধারা অনুযায়ী জরিমানা ধারা অনুযায়ী 50% অতিরিক্ত সরল সুদ এবং 73 এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ আরোপ যোগ্য হবে। যে ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরীকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেন সে ক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না তবে অতিরিক্ত সরল সুদ ও বিলম্বিত সুদ আরোপিত হবে হবে।
0 Response to " Who should file the income tax return ??? what will be the fine if not আয়কর রির্টান কারা দাখিল করতে হবে এবং না করলে কি জরিমান হবে"
একটি মন্তব্য পোস্ট করুন