What to do if you take eTIN from NBR ইটিআইএন নিলে কি রির্টান জমা দিতে হয়/ না দিলে কি জরিমানা ও শাস্তি

What to do if you take eTIN from NBR
What to do if you take eTIN from NBR/taxbd99

Tax Identification Number (ইটিআই্এন) নিতে পারে যে কোন ব্যক্তি, অংশীদারী ফার্ম বা কোম্পানী এবং যে কোন সময় জাতীয় রাজস্ববোর্ড এর ওয়েব সাইট থেকে নেওয়া য়ায়। কিন্তু এই ইটিআই্এন নিলে পরবর্তী করনীয় কি তা অনেকে জানেন না। নিম্নে আপনাদের সুবিধার জন্য আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর আলোকে নিচে দেওয়া হল--

ইটিআই্এন সাটিফিকেটে নিচে বাম দিকে একটা নোট দেওয়া আছে এটি লক্ষ করুন
What to do if you take eTIN from NBR
এই নোটের আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী ব্যাখা
1. A taxpayer is liable to file the Return of Income under Section 75 of the Income Tax ordinance,1984.

অথ্যাৎ আপনী যদি ইটিআইএন নিয়ে থাকেন তাহলে আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়কর রির্টান জমা দিতে হবে.

2. অথ্যাৎ আপনী যদি ইটিআইএন নেওয়ার পরে আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়কর রির্টান জমা দিতে ব্যর্থ হন বা জমা না দেন তাহলে নিমোক্ত ভাবে জারিমান আরোপ করা হবে তা নিম্নে দেওয়া হল
a) আয়কর অধ্যাদেশ অনুযায়ী 124 ধারা অনুযায়ী আয়কর রির্টান না জমা দেওয়ার  শাস্তি সমূহ নিচে দেওয়া হল

124 রির্টান, ইত্যাদি দাখিলের ব্যর্থতায় জরিমানাঃ
১) যে ক্ষেত্রে কোন ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া ধারা ৭৫,৭৭,৮৯,৯১ বা ৯৩ এর প্রয়োজনে বা অধীনে আয়কর রির্টার্ণ দাখিল করতে ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে উপ কর কমশিনার ঐরূপ ব্যক্তির সর্বমেষ নির্ধারনী আয়ের জন্য আরোপিত করের ১০% হারে যা নূন্যতম এক হাজার টাকা হবে, জরিমানা করবেন এবং এরূপ পরিশোধে ব্যর্থতা চলতে থাকলে অনুরূপ প্রতিদিনের জন্য অতিরিক্ত আরো পঞ্চাশ টাকা হারে জরিমান আরোপিত হবে।

2) যেক্ষেত্রে কোন ব্যক্তি কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিম্নোক্তভাবে ব্যর্থ হয় 
এ) ধারা ৫৮,৭৫এ, ১০৮এ,১০৯ বা ১১০-এর চাহিদাক্রমে যেকোন রির্টান, সার্টিফিকেট, বিবরণী বা তথ্যাদি দাখিল বা সরবরাহ করতে বা 
বি) ধারা ১৮৪সি এর বিধানের আওতায় কর প্রদানকারীর সনাক্তকরণ নম্বর ইটিআইএন সার্টিফিকেট প্রদর্শন করতে;

উপকর কমিশনার অনুরূপ ব্যক্তির উপর-
এ) ধারা ৭৫এ,১০৮ বা ১০৮এ এর অধীনে রির্টার্ণ বিবরণী বা তথ্যাদি দাখিল বা সরবরাহ করা হয়নি এরুপ ক্ষেত্রে বিগত আয় নির্ধারনের উপর দশ শতাংশ বা পাঁচ হাজার টাকা এতদোভয়ের মধ্যে যেটি অধিক সেরূপ অর্থদন্ড এবং এরূপ লঙ্গন চলতে থাকলে প্রতি মাস বা তার অংশবিশেষ মেয়াদে চলমান লঙ্গনের জন্য অতিরিক্ত এক হাজার টাকা অর্থদন্ড আরোপ করতে পারেন।

অন্যান্য ক্ষেত্রে লঙ্ঘনের জন্য পাাঁচ হাজারা টাকা অর্থদন্ড এবং এরুপ লঙ্ঘন চলতে থাকলে প্রতি মাস বা তার অংশবিশেষ মেয়াদে চলমান লঙ্ঘনের জন্য অতিরিক্ত এক হাজার টাকা অর্থদন্ড আরোপ করতে পারেন।

৩) কোন ব্যক্তি কোন যুক্তিসঙ্ঘত কারণের অবর্তমানে ধারা-১১৩ এর চাহিদা মোতাবেক তথ্যাদি সরবরাহ করতে ব্যর্থ হলে আয়কর কর্তৃপক্ষ ধারা ১১৩ এর অধীন চাহিত তথ্যাদির জন্য ২৫০০০ টাকা অর্থদন্ড আরোপ করতে পারেন এবং উক্ত লঙ্ঘন চলমান থাকরে এরূপ প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত পাঁচ হাজারা টাকা হারে অর্থদন্ড আরোপ করতে পারেন।


১৬৪ কতিপয় বাধ্যবাধকতা পরিপালনে না করার শাস্তি:

কোন ব্যক্তি যদি দোষী প্রমানিত হন তবে তিনি এক বছর পর্যন্ত কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয় প্রকার দন্ডে দন্ডিত হবেন, যদি ঐ ব্যক্তি কোনরূপ যুক্তিসঙ্গত কারণের অবর্তমানে--
সি) ৭৫ ধারার অধীনে অথবা ৭৭ বা ৯৩ধারার  এর অধীনে জারীকৃত নোটিশের বর্ণনামতে সঠিক সময়ে আয়কর রিটার্ণ দাখিল করতে ব্যর্থ হলে

সুতরাং কেহ যদি ইটিআইএন গ্রহনের পর যুক্তিযুক্ত কারণ ছাড়া আয়কর রির্টান জাম না দেওয়া হলে অর্থ দন্ড ১ বছরের জেল বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন্

অর্থ আইন ২০২০ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা 75 এর উপধারা (1) এবং (2) তে আনীত সংশোধনীর মাধ্যমে নিম্নোক্ত ব্যক্তিদের জন্য আয়কর রিটার্ন  দাখিল বাধ্যতামূলক করা হয়েছে-

ক) মটরযান, স্থান, আবাসন বা অন্যকোন সম্পদের মাধ্যমে কোনো অংশভোগী অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহনকারী বা
খ) লইসেন্সধারী অস্ত্রের মালিক বা
গ)  সকল টিআইএনধারী 
তবে বিদ্যমান ছয়টি ক্ষেত্র ছাড়াও নিম্নবর্নিত  ব্যক্তিগণকে আয়কর রিটার্ন দাখিরের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দেয়া হয়েছে-
অ) করযোগ্য আয় নেই এমন ব্যক্তি যারা জমি বিক্রয়ের প্রয়োজনে 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন এবং 
আ) করযোগ্য আয় নেই এমন ব্যক্তি যারা ক্রেডিট কার্ড গ্রহণের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন।
We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "What to do if you take eTIN from NBR ইটিআইএন নিলে কি রির্টান জমা দিতে হয়/ না দিলে কি জরিমানা ও শাস্তি"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel