VAT Adviser স্নাতক পাসেই ভ্যাট পরামর্শক
VAT Adviser স্নাতক পাসেই ভ্যাট পরামর্শক /taxbd99.blogspot.com |
১৭.০২.১৯ ইং তারিখে দৈনিক আজাদী প্রত্রিকায় একটি সাকুলার দেওয়া হয়েছে যে পরবর্তী অর্থবছরে নতুন ভ্যাট আইনে পরিক্ষা হবে এবং পরিক্ষায় উত্তিন্ন ভ্যাট পরামর্শকগন পরবর্তী ৫ বছরের জন্য একটি সাটিফিকেট দেওয়া হবে।
এর মধ্যে
1. আয়কর পেশাজাবীদের (আইটিপি) মতো ভ্যাট পরামর্শক লাইসেন্স দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য এনবিআরের নির্ধারিত ফরমে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
2. যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা সমমানের ডিগ্রিধারী ব্যক্তি ভ্যাট পরামর্শক লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে পারবেন।
3. এ ক্ষেত্রে প্রার্থীকে ভ্যাট আইন ও বিধি, ভ্যাট অনলাইন সিস্টেম, হিসাববিজ্ঞান, বাংলা ও ইংরেজি, কাস্টমস আইন, উন্নয়ন সারচার্জ ও লেভি আইন এবং আমদানি-রফতানি নীতি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ওপর ১০০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।
ইতিমধ্যেই মূল্য সংযোজন কর পরামর্শক (লাইসেন্স) বিধিমালার খসড়া তৈরি করেছে এনবিআর।
এ বিষয়ে জানতে চাইলে ভ্যাটনীতির সদস্য রেজাউল হাসান যুগান্তরকে বলেন, এনবিআরে ভ্যাট পরামর্শক পদে অনেক আবেদন জমা পড়েছে। এগুলো নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৬ সালে বিধিমালার আলোকে এসব প্রার্থীর পরীক্ষা নেয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। তখন নতুন আইনের অধীনে পরামর্শক-উপদেষ্টা নিয়োগের বিধিমালা জারি করা হবে। এ ক্ষেত্রে পুরনো বিধিমালাটি সংশোধন করে নতুন আঙ্গিক দেয়া হবে।
বিস্তারিত জানতে https://www.jugantor.com/todays-paper/economics
0 Response to "VAT Adviser স্নাতক পাসেই ভ্যাট পরামর্শক "
একটি মন্তব্য পোস্ট করুন