VAT Adviser স্নাতক পাসেই ভ্যাট পরামর্শক
![]() |
VAT Adviser স্নাতক পাসেই ভ্যাট পরামর্শক /taxbd99.blogspot.com |
১৭.০২.১৯ ইং তারিখে দৈনিক আজাদী প্রত্রিকায় একটি সাকুলার দেওয়া হয়েছে যে পরবর্তী অর্থবছরে নতুন ভ্যাট আইনে পরিক্ষা হবে এবং পরিক্ষায় উত্তিন্ন ভ্যাট পরামর্শকগন পরবর্তী ৫ বছরের জন্য একটি সাটিফিকেট দেওয়া হবে।
এর মধ্যে
1. আয়কর পেশাজাবীদের (আইটিপি) মতো ভ্যাট পরামর্শক লাইসেন্স দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য এনবিআরের নির্ধারিত ফরমে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
2. যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা সমমানের ডিগ্রিধারী ব্যক্তি ভ্যাট পরামর্শক লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে পারবেন।
3. এ ক্ষেত্রে প্রার্থীকে ভ্যাট আইন ও বিধি, ভ্যাট অনলাইন সিস্টেম, হিসাববিজ্ঞান, বাংলা ও ইংরেজি, কাস্টমস আইন, উন্নয়ন সারচার্জ ও লেভি আইন এবং আমদানি-রফতানি নীতি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ওপর ১০০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।
ইতিমধ্যেই মূল্য সংযোজন কর পরামর্শক (লাইসেন্স) বিধিমালার খসড়া তৈরি করেছে এনবিআর।
Related
বিস্তারিত জানতে https://www.jugantor.com/todays-paper/economics

0 Response to "VAT Adviser স্নাতক পাসেই ভ্যাট পরামর্শক "
Welcome to taxbd99.