Question paper VAT Consultant Exam. 2020 মূসক পরীক্ষার প্রশ্ন-2020
আপনাদের জন্য অরজিনাল প্রশ্নের কপি ও দেওয়া হল নিম্নে তবে অনলাইনে যতগুলো প্রশ্ন পাবেন তাহা ক্লিয়ার না তাই আপনাদের জন্য নিম্নোক্ত প্রশ্ন এছাড়া নিম্নে অরজিনা কপি ও দেওয়া হল
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং
একাডেমি, চট্টগ্রাম
মূসক পরামর্শক নিয়োগ
পরীক্ষা-২০২০
পূর্ণমান-১০০ সময়: ৩ ঘন্টা
মূল্য সংযোজন কর ও সম্পুরক
শুল্ক আইন-২০১২, বিধিমালা-২০১৬ এবং প্রজ্ঞাপনসমূহ
১। এক্স লিঃ কেন্দ্রয়ভাবে
মূসক নিবন্ধিত একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটিকে নিম্নরুপ সরবরাহ, আমদানি, ক্রয়
এবং সমন্বয় ঘটনা সংঘটিত হয়
ক) তারা ৫ কোটি টাকা মুল্যের আদর্শ হারে করযোগ্য পণ্য সরবরাহ করে। যার মধ্যে ১০ লাখ
টাকা মুলের করযোগ্য পণ্য ফেরত আসে। এছাড়া তারা আদর্শ হারে ৪০ লক্ষ টাকা মূল্যের অপর
একটি পণ্য সরবরাহ করে, যার বিপরীতে ১০% হারে
সম্পূরক শুল্ক প্রযোজ্য।
খ) ৫% হারে ৬০ লক্ষ টাকা মুল্যের পণ্য সরবরাহ করে। যা প্রস্তুতকরণে
৩০ লক্ষ টাকা মূল্যের আমদানিকৃত আদর্শ হারে সম্পূরক শুল্ক প্রযোজ্য।
গ) ৬০ লক্ষ টাকা মূল্যের পণ্য রপ্তানি করে;
যা প্রস্তুতকরণে আদর্শ হারে মূসক পরিধশাধিত ৪০ লক্ষ টাকা মূল্যের উপকরণ ব্যবহার করা
হয়।
ঘ) তারা উপকরণ আমদানি করে ৩০ লক্ষ টাকা কাস্টমস ডিউটি ৪৯.৫
লক্ষ টাকা মূসক, ১৬.৫ লক্ষ টাকা আগাম কর এবং ১৫ লক্ষ টাকা এআইটি পরিশোধ করে।
ঙ) তারা স্থানীয় বাজার থেকে ৯২ লক্ষ টাকা
পণ্যবিশিষ্ট আদর্শ হারে করযোগ্য উপকরণ ক্রয় করে ৬৯ লক্ষ টাকা চেকের মাধ্যমে এবং ২৩
লক্ষ টাকা নগদে পণ পরিশোধ করে। গুনগত মান খারাপ হওয়ায় এর মধ্যে ১১.৫ লক্ষ টাকা পণবিশিষ্ট
উপকরণ ক্রয় করে।
চ) ২০ লক্ষ টাকা মূল্যের মূসক অব্যাহতিপ্রাপ্ত উপকরণ ক্রয়
করে। অনিবন্ধীত ব্যবসায়ীর নিকট হতে ২০ লক্ষ টাকা মূল্যের উপকরণ ক্রয় করে।
ছ) তারা বিদ্যুৎ বিল বাবদ ৩.১৫ লক্ষ টাকা
এবং ছাপাখানার বিল বাবদ ৪.৪ লক্ষ টাকা পণ পরিশোধ করে। ৬০ হাজার টাকা শো-রুম ভাড়া বাবদ
মালিক পক্ষকে পরিশোধ করে।
জ) চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের নিকট থেকে ১০.৫ লক্ষ
টাকার পণবিশিষ্ট পণ্য ক্রয় করে উৎসে ৫% মূসক কেটে রেখে বিল পরিশোধ করে মূসক ৬.৬ ফরমে
উৎসে মূসক কর্তনের সনদ ইস্যু করে।
ঝ) মূসক ১৮.৬ ফরমে সংশ্লিষ্ট বিভাগ হতে প্রদত্ত
সনদমূলে সর্বশেষ কর মেয়াদে ৫০ লক্ষ টাকা মূসক এবং ২ লক্ষ টাকা সম্পূরক শুল্কের সমাপনী
জের ছিল।
ধারা ৪৫এর আলোকে এক্স লি: এর প্রদেয় করের পরিমাণ নিরুপন
করুন।
২। ওয়াই লিমিটেড
একট মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান। তারা ২০২০ সালের ডিসেম্বর মাসে নিম্নরুপ উপকরণ আমদানি
ও ক্রয় করে এবং আদর্শ হারে পণ্য সরবরাহ করে।
১) তারা উপকরণ আমদানি করে ধার্যকৃত ৩৯ লক্ষ টাকা মূসক এবং
১৩ লক্ষ টাকা আগাম কর এর দুই-তৃতীয়াংশ নগদে পরিশোধ করে এবং অবশিষ্ট অংশের জন্য ব্যাংক
গ্যারান্টি প্রদান করে।
২) তারা কে এম এন্টারপ্রাইজের নিকট থেকে
৩৪.৫০ লক্ষ টাকা পণ বিশিষ্ট আদর্শ হারে করযোগ্য উপকরণ ক্রয় করে ১১.৫০ লক্ষ টাকা চেকের মাধ্যমে এবং ২৩ লক্ষ
টাকা নগদে পরিশোধ করেন।
৩) তারা মূসক চালাপত্র ব্যতিরেকে ৫ লক্ষ
টাকা এজিএম এর অনুষ্ঠান আযোজককে প্রদান করে।
৪) সিকিউরিটি সার্ভিসের বিল বাবদ ৫.৫০ লক্ষ টাকা পণ পরিশোধ
করে।
৫) ইন্টারনেটের বিল বাবদ ১.০৫ লক্ষ টাকা
পণ পরিশোধ করে।
৬) তালিকাভুক্ত ব্যবসায়ীর নিকট হতে ১০.৪ লক্ষ টাকার (র্টানওভার
করসহ) উপকরণ ক্রয় করে।
৭) তারা সেবা আমদানি করে ব্যাংকের মাধ্যমে
২০ লক্ষ টাকা মূল্য পরিশোধ করে।
৮) তারা ফ্রেইট ফরোয়োর্ডের বিল বাবদ ১.১৫ লক্ষ টাকা পণ
পরিশোধ করেছে।
ডিসেম্বর মাসের দাখিলপত্রে তারা কত টাকা
রেয়াত গ্রহণ করতে পারবে এবং তাদেরকে কত টাকা উৎসে মূসক কর্তন করতে হবে?
৩) ক) ফরম ‘মূসক-২.৪’, ‘মূসক-৪.১’, ‘মূসক-৭.১’, ‘মূসক-৯.৪’,
এবং মূসক-১৮.৩’ এর ব্যবহার উল্লেখ করুন।
খ) কোন ধরনের ব্যক্তি কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ করতে পারবেন?
কাস্টমস এ্যাক্ট 1969
৪)
পার্থক্য লিখুন:
ক) সংবিধিবদ্ধ হার ও কার্যকর হার, (খ) রিফান্ড ও ড্র-ব্যাক
(গ) ইউটি ও ইউপি (ঘ) অবরোহী মূল্য ও হিসাবকৃত মূল্য (ঙ) পূনঃআমদানি ও অস্থায়ী আমদানি।
৫) ক)
এইচ এস কোডের প্রথম ২ ডিজিট কী নির্দেশ করে?
খ)
কোন কর্মকর্তা পোর্ট ক্লিয়ারেন্স বাতিল করতে পারেন?
গ)
বাংলাদেশ কাস্টমস জলসীমা কতদুর পর্যন্ত
ঘ)
কাস্টমস এ্যাক্ট 1969 অনুযায়ী সীমা কত?
ঙ)
কাস্টমস এ্যাক্ট 1969 এর ১ম তফসিলে কতটি সেকশন আছে?
৬। একজন আমদানিকারক
কর্তৃক একটি পণ্য চালানের ঘোষিত এওবি মূল্য ৮০০০ মার্কিন ডলার (১ ডলার=৮০ টাকা)। উক্ত
পণ্যের উপর ২৫% কাস্টমস ডিউটি, ১৫% মূসক, ৫০ % সম্পুরক শুল্ক, ৫% এআইটি প্রযোজ্য রয়েছে।
কায়িক পরীক্ষার পর চালানটিতে ঘোষিত পরিমাণের চেয়ে ১০% পণ্য বেশি পাওয়া যায়। পণ্য চালানটির
শুল্ক করের পরিমাণ নিরুপন করুন।
সাধারণ গণিত
৭) একজন তাঁতি
২টি শাড়ি তৈরি করে একটি ১৫% এবং অপরটি ২০% লাভে বিক্রয় করে ২৬২.৫০ টাকা লাভ করলেন।
একটি শাড়ির উৎপাদন ব্যয় অপরটির ৩ গুন হরে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কর?
৮) কোনো আসল ৩
বছরে সুদে আসলে ৫৫০০ টাকা হয় সুদ আসলের ২/৮ অংশ হরে আসল ও সুদের হার কত?
বাংলা ও ইংরেজি
৯) বাংলায়
অনুবাদ করুন।
Supply of any imported service shall be taxable
supply, if the recipient is a person registered or required to be registered
and acquires such service in the process of his economic activities and such service
is provided in Bangladesh in the process of an economic activity by a person
registered or required to be registered. Such service is taxable at rate other
than being zero-rated; and such recipient of such service does not get as credit
the entire amount paid as VAT. Value added Tax payable by the recipient of a taxable supply of
imported services is both output tax and input tax of that person. If an
adjustment event occurs, or has occurred, in consequence of the supply of
imported services, that service shall be treated as the supplier thereof.
১০) বাক্যগুলি
শুদ্ধভাবে লিখুন।
ক)
আবিস্কার, পুরস্কার ইত্যাদি শব্দের বানান অনেকেই ভুল করে থাকেন
খ)
তার জীবন সংশয়ময়।
গ)
বাংলা ব্যকরণ অত্যান্ত জটিল
ঘ)
আপনি স্বপরিবার আমন্ত্রিত।
ঙ)
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্টতর।
১১) আমদানি নীতি
আদেশ ২০১৫-১৮ এর আলোকে ইনকোটার্মস ব্যবহারের মাধ্যমে আমদানি সম্পর্কে লিখুন।
১২) রপ্তানি নীতি২০১৮-২১
এর আলোকে রপ্তানি নিষিদ্ধ ১০টি পণ্যের নাম লিখুন।
১৩) The
Foreign Exchange Regulations Act, 1947 অনুযায়ী বৈদেশিক বিনিময় ব্যবসায় বিধি নিষেধ
সম্পর্কে লিখুন
অরজিনাল কপি
0 Response to " Question paper VAT Consultant Exam. 2020 মূসক পরীক্ষার প্রশ্ন-2020"
একটি মন্তব্য পোস্ট করুন