VAT Consultants New Rules and Qualifications ভ্যাট পরামর্শক বিজ্ঞপ্তি ও আবেদনের যোগ্যতা
ভ্যাট পরামর্শক বিজ্ঞপ্তি ও আবেদনের যোগ্যতা/taxbd99 |
ভ্যাট পরামর্শক বিজ্ঞপ্তি:
এস.আর.ও নং-২০২-আইন/২০১৯/৫৯-মূসক- মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধা রা ১৩৫, ধারা ১৩০ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতা বলে মূসক পরামশক রাইসেন্স প্রদানের নিমিত্তে জাতীয় রাজস্ব বোর্ড বিধি মালা প্রনয়ন করিল--
আবেদনের যোগ্যতা:
ক) বাংলাদেশের নাগরিক হইতে হইবে।
খ) আবেদনের তারিখে বয়স অনূ্্যন ২৫(পঁচিশ) বৎসর হইতে হইবে।
গ) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হইতে হইবে।
ঘ) মূসক নিবন্ধিত হইতে হইবে এবং
ঙ) মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলের ৮ম গ্রেডের নিম্নে নহেন এমন পদে নূন্যতম ৫ বৎসর কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাগণকে পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আবেদন যথাযথ প্রাপ্তি সাপেক্ষে মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করা যাইবে।
গুরুত্বপূর্ন নোট:
1) আবেদনের সহিত মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির অনুকূলে পরীক্ষার ফি বাবদ ৫,০০০/- টাক মূল্যমানের পে-অর্ডার সংযুক্ত করতে হবে.
2) মূসক পরামর্শক লাইসেন্সের মেয়াদ হইবে উহা প্রদানের তারিখ হইতে ৫ বৎসর
3) মহা পরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি প্রতি বৎসর এক বা একাদিকবার ১০০০/- টাকা ফি এর বিনিময়ে মূসক পরামর্শক লাইসেন্সধারীদের জন্য মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করিবেন।
কখনও কিভাবে আবেদন করবেন:
ভ্যাট পরামর্শক বিজ্ঞপ্তি ও আবেদনের যোগ্যতা/taxbd99 |
0 Response to "VAT Consultants New Rules and Qualifications ভ্যাট পরামর্শক বিজ্ঞপ্তি ও আবেদনের যোগ্যতা"
একটি মন্তব্য পোস্ট করুন