Company and Partnership Firm Registration Process জয়েন্ট স্টক এ কিভাবে একটি ফার্ম নিবন্ধন করবেন ও ফি কত????


Company and Partnership Firm Registration Process
Company and Partnership Firm Registration Process /taxbd99



প্রতিষ্ঠান নিবন্ধন

উদ্যোক্তাগণ নতুন প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও ফি সহ নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করবেন। উদ্যোক্তাগণকে যা করতে হবে-


আরজেএসসি’র নির্ধারিত ফরমেটে প্রতিষ্ঠানের যথাযথ মোমোরেন্ডাম/আর্টিকেল অব এসোসিয়েশন তৈরী,
আরজেএসসি’র ওয়েব সাইটে গিয়ে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন,
নিবন্ধনের জন্য নির্ধারিত ফি, নির্ধারিত ব্যাংক এ জমা দেয়া।



আরজেএসসি এই শর্তে নিবন্ধন পত্র প্রদান করে যে উদ্যোক্তাগণ-


নিবন্ধনের আগে নামের ছাড়পত্র পেয়েছে্ন,
ছাড়পত্র আবেদনের মেয়াদের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করেছেন,
নির্ধারিত ফরমেটে কোম্পানির মোমোরেন্ডাম/আর্টিকেল অব এসোসিয়েশন আবেদনের সাথে জমা দিয়েছেন,
প্রয়োজনীয় নিবন্ধন ফি জমা দিয়েছেন।
Company and Partnership Firm Registration Process


কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়া-
1. লিংক- http://app.roc.gov.bd:7781 এ প্রবেশ করুন।
2. এবার Apply for Registration এ ক্লিক করুন।
3. এবার কোম্পানির ধরন চিহ্নিত করুন।
4. এবার আপনার কোম্পানির নামের ছাড়পত্রের আবেদন নম্বর (Submission no.) এবং ছাড়পত্র নম্বর (NC Letter no.) বসিয়ে Continue বাটন এ ক্লিক করে নিবন্ধন এর পাতায় প্রবেশ করুন।
5. নির্ধারিত ফরমটি সতর্কতার সাথে পূরন করুন।
6. এবার মেমোরেন্ডাম অব এসোসিয়শন (Memorandum of Association) নির্ধারিত ফরমেট এ তথ্য বসিয়ে পূরন করুন।
7. এবার আর্টিকেল অব এসোসিয়শন (Article of Association) নির্ধারিত ফরমেটে তথ্য বসিয়ে পূরন করুন।
মেমোরেন্ডাম অব এসোসিয়শন (Memorandum of Association) ও আর্টিকেল অব এসোসিয়শন (Article of Association) এর সকল তথ্য ভাল করে দেখে নিশ্চিত (confirm) করুন।
8. এবার Submit করে Continue ক্লিক করলে আপনি ফি জমা দেয়ার নির্দেশনা পাবেন।




নিবন্ধনের জন্যে প্রয়োজনীয় কাগজপত্রঃ

প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
1. মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশন, মূলকপি ও অতিরিক্ত দুই কপি
2.ফরম I পূরণঃ কোম্পানি নিবন্ধনের ঘোষণা [অনুচ্ছেদ-২৫]
3. ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ-৭৭]
4.ফরম IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র [অনুচ্ছেদ-৯২]
5. ফরম X পূরণ- পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা [অনুচ্ছেদ ৯২]
6. ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপনা এজেন্টদের তথ্য এবং তাতে কোন পরিবর্তন [অনুচ্ছেদ ১১৫]
নামের ছাড়পত্র



পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
1.মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশন, মূলকপি ও অতিরিক্ত দুই কপি
2.ফরম I পূরণঃ কোম্পানি নিবন্ধনের ঘোষণা [অনুচ্ছেদ-২৫]
3.ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তার পরিবর্তনের নোটিশ [অনুচ্ছেদ-৭৭]
4.ফরম IX পূরণ- পরিচালকের সম্মতিপত্র [অনুচ্ছেদ-৯২]
5.ফরম X পূরণ- পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা [অনুচ্ছেদ ৯২]
6.ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপনা এজেন্টদের তথ্য এবং তাতে কোন পরিবর্তন [অনুচ্ছেদ ১১৫]
7.ফরম XIV পূরণ-বিবরণীর পরিবর্তে কোম্পানি ফাইলিং স্ট্যাট্মেন্ট এর ক্ষেত্রে ব্যবসা শুরুর পূর্বে ঘোষণাপত্র [অনুচ্ছেদ ১৫০]
8.ফরম XI পূরণ (প্রযোজ্য ক্ষেত্রে)- প্রস্তাবিত কোম্পানির যোগ্যতা শেয়ার গ্রহণের চুক্তিপত্র [অনুচ্ছেদ ৯২]
নামের ছাড়পত্র



বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
1.ফরম XXXVI পূরণ- সনদ বা সংঘবিধি বা মেমোরেন্ডাম এবং কোম্পানির আর্টিকেল অথবা কোম্পানির সংবিধান গঠনকারী বা সংজ্ঞায়নকারী কোনো দলিল,
2.ফরম XXXVII পূরণ- কোম্পানির নিবন্ধিত বা প্রধান অফিসের ঠিকানা,
3.ফরম XXXVIII পূরণ - পরিচালক এবং ব্যবস্থাপকদের (ম্যানাজার) এর তালিকা [অনুচ্ছেদ ৩৭৯],
4.ফরম XXXIV পূরণ- সেবা গ্রহণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির রিটার্ন,
5.ফরম XLII পূরণ- বাংলাদেশে কার্যক্রমের প্রধান স্থানের অবস্থান বা তাতে কোন পরিবর্তন,
6.কোন তফসিলি ব্যাংক থেকে মুদ্রা নগদীকরণ (ইনক্যাশমেন্ট) সার্টিফিকেট,
7.বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র।



ট্রেড অরগানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
1.মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব এসোসিয়েশন, মূল কপি ও অতিরিক্ত দুই কপি,
2.ফরম I পূরণ- কোম্পানি নিবন্ধনের ঘোষণা,
3.ফরম VI পূরণ- নিবন্ধিত অফিসের অবস্থান বা তাতে কোনো পরিবর্তনের তথ্য [অনুচ্ছেদ ৭৭],
4.ফরম IX পূরণ- পরিচালকের কর্ম সম্মতিপত্র [অনুচ্ছেদ ৯২],
5.ফরম X পূরণ- পরিচালক হতে ইচ্ছুক ব্যক্তিদের তালিকা [অনুচ্ছেদ ৯২],
6.ফরম XII পূরণ- পরিচালক, ব্যবস্থাপক এবং ব্যবস্থাপনা এজেন্টদের তথ্য এবং তাতে কোন পরিবর্তন [অনুচ্ছেদ ১১৫],
7.সরকারি লাইসেন্স (বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্রেড লাইসেন্স),
নামের ছাড়পত্র।

সোসাইটি (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)
মেমোরেন্ডাম অব এসোসিয়েশন,
নামের ছাড়পত্র।


পার্টনারশীপ ফার্ম (পার্টনারশীপ আইন, ১৯৩২ অনুযায়ী)
ফরম I পূরণ- ফার্মের নিবন্ধন সংক্রান্ত বিবৃতি (স্ট্যাটমেন্ট),
অংশীদারিত্বের চুক্তিপত্র।


নিবন্ধন ফি


প্রাইভেট কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি:
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এর জন্য : ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা)                                                            
২০,০০,০০০ পর্যন্ত        ফি(টাকা)   ৩,০০০
২০,০০,০০০ এর অধিক থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত    ফি(টাকা)   ৮,০০০
৬,০০,০০,০০০ এর অধিক     ফি(টাকা)     ২০,০০০

নিবন্ধন ফি:
১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশনের)- ৬ × প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা= ২৪০০ টাকা।
২। অনুমোদিত শেয়ার মূল্ধনের জন্য :


অনুমোদিত মূলধন (টাকা) ফি (টাকা)

২০,০০০ পর্যন্ত শূন্য

২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য

৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য

১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৫০

৫০,০০,০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৮০

৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি = শূন্য ।



পাবলিক কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি :
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন= ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিইয়েশন সংযোজন : 

অনুমোদিত মূলধন (টাকা) ফি (টাকা)

২০,০০,০০০ পর্যন্ত  ফি (টাকা)  ৪,০০০
২০,০০,০০০ থেকে ৬,০০,০০,০০০ পর্যন্ত ফি (টাকা) ৮,০০০
৬,০০,০০,০০০ এর অধিক ফি (টাকা) ২০,০০০

নিবন্ধন ফি :
১। ৮ বা ৯টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৭ বা ৮টি ফর্ম এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন)- প্রতি ডকুমেন্ট ৪০০ টাকা করে মোট ৩২০০ বা ৩৬০০ টাকা।
২। অনুমোদিত মূলধনের জন্য :

অনুমোদিত মূলধন (টাকা)    ফি (টাকা)

২০,০০০ পর্যন্ত               শূন্য
২০,০০০ এর অধিক থেকে ৫০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
৫০,০০০ এর অধিক থেকে ১০,০০,০০০ পর্যন্ত প্রতি ১০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত শূন্য
১০,০০,০০০ এর অধিক থেকে ৫০,০০,০০০ পর্যন্ত প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৫০
৫০,০০০০০ এর অধিক প্রতি ১,০০,০০০ বা এর অংশের জন্য অতিরিক্ত ৮০
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য

বিদেশি কোম্পানি (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
১। ৬ টি ডকুমেন্ট ফাইল করার জন্য (১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৪০০ টাকা এবং অন্যন্য ৫টি ডকুমেন্ট ৪০০ টাকা করে)= ২৪০০ টাকা।
২। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন ও আর্টিকেল অব এসোসিয়েশনের জন্য = ২০০০ টাকা।



ট্রেড অর্গানাইজেশন (কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী)
স্ট্যাম্প ফি :
১। মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংযোজন : ১০০০ টাকা।
২। আর্টিকেল অব এসোসিয়েশন সংযোজন: ২০০০ টাকা। 

বিঃদ্রঃ মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেল অব এসোসিয়েশন ও পরিচালকবৃন্দের তালিকার অনুলিপি সরবরাহ বাবদ আরো ১৫০ টাকা প্রযোজ্য হবে।

নিবন্ধন ফি :

১। ৬টি ডকুমেন্ট ফাইল করার জন্য (৫টি ফরম প্রতিটি ২০০ টাকা করে এবং ১টি মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোসিয়েশন ৬০০ টাকা)= ১৬০০ টাকা।
২। সংস্থার সদস্য সংখ্যার জন্য :

২০ জন পর্যন্ত       ১০০০ টাকা
২০ থেকে ১০০ জন পর্যন্ত  ২৫০০ টাকা
১০০ জনের অধিক প্রতি ১০০ জন বা এর এর অংশের জন্য ৩০০ টাকা
অসীম সংখ্যক সদস্য  ৭৫০০ টাকা
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য

সমিতি (সোসাইটি) (সোসাইটি নিবন্ধন আইন, ১৮৬০ অনুযায়ী)
১। নিবন্ধন ফি : ১০,০০০ টাকা।
২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = ১০০০ টাকা।



পার্টনারশিপ ফার্ম (পার্টনারশিপ আইন, ১৯৩২ অনুযায়ী)
১। নিবন্ধন ফি : ১০০০ টাকা।
২। নিবন্ধন ফাইলিং ফি : ৪০০ টাকা।
৩। ডিজিটাল সার্টিফিকেট সরবরাহ ফি  = শূন্য



নামের ছাড়পত্র


কোন প্রতিষ্ঠান নিবন্ধনের এটি হলো প্রথম ধাপ। যে প্রতিষ্ঠানের নিবন্ধন করতে হবে সেই প্রতিষ্ঠানের প্রস্তাবিত নামে পূর্বে কোন প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে কিনা তা খুজে দেখাই এর উদ্দেশ্য, যাতে কিনা একই নামে একাধিক প্রতিষ্ঠানের নিবন্ধন না হয়। নামের ছাড়পত্র হলো প্রতিষ্ঠান নিবন্ধনের একটি অপরিহার্য ডকুমেন্ট।

1. উদ্যোক্তাগণকে নতুন কোন প্রতিষ্ঠানের (বিদেশি কোম্পানি ব্যতীত) নিবন্ধনের পূর্বে ঐ প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র নিতে আরজেএসসি বরাবর আবেদন করতে হয়।
2. ওয়েবসাইটের মাধ্যমে(লিংক http://app.roc.gov.bd:7781) নির্ধারিত আরজেএসসি অফিসে ছাড়পত্র আবেদন পাঠাতে হয়।
3. আবেদনপত্রটি আরজেএসসি’র নিবন্ধক বরাবর পাঠাতে হয়।
4. নামের ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি নির্ধারিত ব্যাংক এ জমা দিতে হয়।
5. ছাড়পত্র আবেদন ও নির্ধারিত ফি পাওয়ার পর ইতোমধ্যে নিবন্ধিত, ছাড়পত্রপ্রাপ্ত বা আবেদনকৃত কোন নামের সাথে মিলে না যায় বা অনুরূপ না হয় এমন শর্ত বিবেচনায় আরজেএসসি প্রস্তাবিত নামসমূহের মধ্য থেকে যেকোনো একটি নামের জন্য ছাড়পত্র প্রদান করে।
6. নামের ছাড়পত্রটি ৩০দিন ( সোসাইটি ১৮০ দিন) পর্যন্ত বহাল থাকে। এর মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হয়। অন্যথায় নামের ছাড়পত্রটি বাতিল হয়ে যায়।
7. বিদেশি কোম্পানি নিবন্ধনের জন্য নামের ছাড়পত্রের প্রয়োজন নেই।

We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "Company and Partnership Firm Registration Process জয়েন্ট স্টক এ কিভাবে একটি ফার্ম নিবন্ধন করবেন ও ফি কত????"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel