VAT adviser Question paper Syllabus Suggestion মূসক পরামর্শক লাইসেন্স এর প্রশ্ন, সিলেবাস, সাজেশন
কাষ্টম আইন:
কাস্টমস আইন
1969 এ (2016 সালের সংশোধনীর পর) মোট 21টি অধ্যায়
285টি ধারা
এবং 3টি তফসিল ছিল।
কাস্টমস আইন
2014 (খসড়া) তে মোট 28টি অধ্যায়, 318 টি ধারা এবং 3টি তফসিল সন্নিবেশ করা হয়েছে।
প্রশ্ন:১) C&F Value, CIF Value, FOB Value,
Assessable Value বলতে কি বুঝ?
কাস্টমস আইন থেকে একটি অংক থাকবে যেমনঃ
একজন আমদানিকারক
তাইওয়ান থেকে ১০০ পিস ড্রাইসেল ব্যাটারি আমদানি করেন যার আমদানি মুল্য প্রতি পিস ০.২০
মা:ড: করে মোট ২০০ মা:ড: । কিন্তু পণ্যটি সরকার কতৃক ট্যারিফ মুল্য নির্ধারণ করা আছে প্রতি পিস ০.২০ মা: ড:। এছাড়া পণ্যটির উপর ২৫% আমদানি
শুল্ক (সিডি), ৩% রেগুলেটরী ডিউটি, ২০% সম্পুরক শুল্ক , ৫% অগ্রিম আয়কর, ৫% আগাম কর
এবং ১৫% হারে মূসক আরোপিত আছে।, পণ্যটির শুল্কায়নযোগ্য মুল্য কত এবং কী কী পরিমাণ শুল্ক
করাদি প্রযোজ্য হবে?
এছাড়া শেষ 2012 থে মূসক পরামর্শক পরীক্ষার একটি প্রশ্ন আপনাদের জন্য নিচে দেওয়া হল:
0 Response to "VAT adviser Question paper Syllabus Suggestion মূসক পরামর্শক লাইসেন্স এর প্রশ্ন, সিলেবাস, সাজেশন"
একটি মন্তব্য পোস্ট করুন