Delay Interest Calculation (বিলম্ব সুদ পরিগণনা)
![]() |
Delay Interest of Tax calculation |
বিলম্ব সুদ পরিগণনার সবোচ্চ সময়কাল হবে ১ বছর।
নোট: যে সকল ক্ষেত্রে ধারা ৭৫ এর উপধারা (৫) এর প্রোভাইসো এর বিধান প্রযোজ্য সে সকল ক্ষেত্রে এ ধারায় বণিত বিলম্ব সুদ প্রদেয় হবে না।
বিলম্ব সুদ কিভাবে হিসেব করা হবে তা নিচের উদাহরণের সাহায্যে দেখানো হলো::
৩০শে জুন ২০১৮ তারিখে সমাপ্ত আয় বছরে মি. হাসান এর মোট আয় ছিল ৬,০০,০০০/- টাকা। তিনি ২০১৭-১৮ অর্থ বছরে ১২০০০/- টাকা অগ্রিম কর ও ৪০০০/- উৎসে কর প্রদান করেছেন।
মি. হাসান আয়কর রির্টান দাখিলের জন্য সময়ের আবেদন করলে উপ-কর কমিশনার দুই মাস সময় মঞ্জুর করেন। মি. হাসান ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে ১৪০০০/- টাকার পে-অডারসহ ৮২বিবি ধারায় আয়কর রিটার্ন দাখিল করেন। উপ কর কমিশনার ৩০ শে এপ্রিল ২০১৮ তারিখে ৮২বিবি(২) ধারায় রিটার্নটি প্রসেসে করনে, যাতে কোন গাণিতিক ত্রুটি পাওয়া যায়নি।
রিটার্নটি ৮২বিবি(৭) ধারায় অডিটের জন্য নির্বাচিত হয়নি।
উদাহারন:
এক্ষেত্রে , মোট আয়ের উপর নিরুপিত কর ৩০,০০০/- টাকা।
অগ্রিম কর ও উৎস করের সমষ্টি:(১২০০০+৪০০০) =১৬০০০/-
পার্থক্য: ৩০০০০-১৬০০০=১৪০০০/- টাকা।
Related
ফরে, মাসিক ২% হারে বিলম্ব সুদ হবে।
[১৪০০০*২%*১]+[১৪০০০*২%*(১৫/৩১]=৪১৫ টাকা।

0 Response to "Delay Interest Calculation (বিলম্ব সুদ পরিগণনা)"
Welcome to taxbd99.