ADR (Alternative Dispute Resolution) ইনকাম ট্যাক্স এ এডিআর(বিকল্প বিরোধ নিষ্পত্তি) ভুমিকা ও আবেদন এর নিয়ামাবলী
ADR (Alternative Dispute Resolution) /taxbd99.blogspot.com |
নিম্নে এডিআর এ আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
১. রিটার্ণের ভিত্তিতে প্রদেয় কর পরিশোধ থাকতে হবে।
২. সংশ্লিষ্ট আপীল কর্তপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে।
৩. অনুমতি পাওয়ার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে ৫ প্রস্থে আপীল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।
৪. আবেদনের জন্য নির্ধারিত ৫০০ টাকা এডিআর ফি এবং বিরোধীয় করের ৫% (সর্বনিম্ন ২৫০০ এবং সর্বোচ্চ ২৫০০০ টাকা ডিসিটি বরাবর) সহায়তাকারির ফিস বাবদ পরিশোধ করতে হবে।
৫. মতৈক্যের মাধ্যমে প্রণীত চুক্তিপত্রের ভিত্তিতে প্রদেয় কর নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
সুবিধাসমূহ
১. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিধারিত সহয়াতাকারীরমধ্যস্থাতায় উভয় পক্ষের আলোচনার মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে আবেদন নিষ্পত্তি করা হয় এডিআর একটি জটিলতামুক্ত সহজ প্রক্রিয়া। ফলে করদাতাগন সহজে ন্যায় বিচার পেয়ে থাকেন।
২. উভয়পক্ষের মতৈক্য না হলে করদাতা আপীল মামলাটি পূনরুজ্জীবিত করতে পারেন।
৩. ট্রাইবুনালে মামলা দায়েরের ক্ষেত্রে ১০% আয়কর পরিশোধের শর্ত এক্ষেত্রে প্রযোজ্য নেই।
এডিআর এর জন্য আবেদন ফরম
adr form/taxbd99.blogspot.com |
adr form/taxbd99.blogspot.com |
এসআরও নং-৬৮ আইন/আয়কর/২০১১ তে এডিআর সম্পকে বিস্তারিত বলা হয়েছে।
১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ এর সেকশান ১৮৫ এর ক্ষমতা বলে প্রকাশ করা হয়।
যাহা মোট ২৩ পেজ এর পিডিএফ ভার্সন টি আপনাদের জন্য নিম্নে লিংক দেওয়া হল।
adr rules/taxbd99.blogspot.com |
0 Response to "ADR (Alternative Dispute Resolution) ইনকাম ট্যাক্স এ এডিআর(বিকল্প বিরোধ নিষ্পত্তি) ভুমিকা ও আবেদন এর নিয়ামাবলী"
একটি মন্তব্য পোস্ট করুন