Basic Knowledge about the tax (সাধারণ জ্ঞাতব্য বিষয় )
taxbd99/ basic knowledge |
সাধারণ জ্ঞাতব্য বিষয়
১. আয়কর রিটার্ন
আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়ের তথ্যাবলি নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন
2. আয়কর রিটার্ন কারা দাখিল করবেন
সাধারণভাবে কোন ব্যক্তি করদাতার আয় যদি বছরে ২৫০০০০/- টাকার বেশি হয় তবে তাকে রিটার্ন দাখিল করতে হবে। মহিলা এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৩,০০,০০০/- টাকার বেশি প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৪,০০,০০০/-টাকার বেশি এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪২৫০০০/- টাকার বেশি হয় তাহরে ঐ করদাতাকে আয়কর রিটাণ দাখিল করতে হবে।
↠ তবে নিম্নবর্ণিত ক্ষেত্র সমূহে আয়ের পরিমাণ যাই হোক না কেন, ব্যক্তি করদাতাকে সংশ্লিষ্ট আয় বছরের জন্য আবশ্যিক ভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
ক) যদি আয় বছরে করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করে;
খ) আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে;
গ) করদাতা যদি
১) কোন কোম্পানরি শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার হন;
২) কোন ফার্মের অংশীদার হন;
৩) সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোন আই, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে আয় বছরের যে কোন সময় ১৬,০০০/- টাকা তদুর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরন করে থাকনে;
৪) কোন ব্যবসায় বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে (যে নামেই অভিহিত হোক না কেন) বেতনভোগী কর্মী হন।
ঘ) আয় বছরে করদাতার আয় কর অব্যহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য হয়ে থাকে;
ঙ) যদি আয় বছরের কোন এক সময়ে নিম্নবর্ণিত শর্তের যে কোনটি করদাতার জন্য প্রযোজ্য হয়-
১) মোটর গাড়ির মালিকানা থাকা।
২) মূল্য সংযোজন কর আইনের অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকা;
৩) কোন সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহন করে কোন ব্যবসা বা পেশা পরিচালনা করা।
৪) চিকিৎসা, দন্তচিকিৎসক, আইনজীবি, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্পপত্তি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধন থাকা।
৫) আয়কর পেশাজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের নিবন্ধন থাকা;
৬) কোন বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্যপদ থাকা;
৭) কোন পৌরসভা বা সিটি করপোরেশনের কোন পদে বা সংসদ সদস্য পদে প্রাথী হওয়া;
৮) কোন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ব শাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের কোন টেন্ডারে অংশগ্রহণ করা;
৯) কোন কোম্পানীর বা কোন গ্রুপ অব কোম্পানীজিরে পরিচালনা পর্ষদে থাকা;
0 Response to "Basic Knowledge about the tax (সাধারণ জ্ঞাতব্য বিষয় )"
একটি মন্তব্য পোস্ট করুন