Basic Knowledge about the VAT ভ্যাট সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ন নোট (part-01)
Basic Knowledge about the VAT ভ্যাট সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ন নোট/taxbd99.blogspot.com |
মূল্য সংযোজন কর ব্যবস্থায় যে কোন আমদানিকারক, রপ্তানিকারক বা করযোগ্য সরবরাহ প্রদানকারীকে মূসক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে হয়। মূসক ব্যবস্থার সাথে এই সম্পৃক্তিকেই নিবন্ধন বা তালিকাভুক্তি বলে।
2. কেন ভ্যাট নিবন্ধন করবেন?
ক ) অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য
খ ) করযোগ্য ব্যবসায়ের আইনগত বৈধতা লাভের জন্য
গ ) ব্যবসার স্বীকৃতি লাভের জন্য তথা ব্যবসার ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য
ঘ ) আইনের শাসন প্রতিষ্ঠার জন্য
৩. কে ভ্যাট নিবন্ধন করবেন?
মূল্য সংযোজন করের আওতায় একজন "ব্যক্তি" নিবন্ধিত হবেন।
ব্যাক্তি বলতে একজন স্বাবাবিক ব্যক্তি, কোম্পানী, সংঘ, সরকারী সত্তা ইত্যাদি
৪. কখন ভ্যাট নিবন্ধন করার প্রয়োজন নেই?
নিম্নের ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত হওয়া প্রয়োজন নেই,
যথা: ১. বার্ষিক টার্নওভার নিবন্ধন সীমার নীচে থাকলে নিবন্ধনের প্রয়োজন নেই কিন্তু স্বেচ্ছায় নিবন্ধন নিতে পারেন
২. বার্ষিক টার্নওভার তালিকাভুক্তি সীমার নীচে থাকলে তালিকাভুক্তির প্রয়োজন নেই
৩. অব্যাহতি প্রাপ্ত পণ্য/সেবা উৎপাদন ও সরবরাহ করলে নিবন্ধিত বা তালিকাভুক্তির প্রয়োজন নেই।
তবে, কতিপয় কার্যক্রম পরিচালনা যেমন আমদানি বা রপ্তানি করতে গেলে বিআইএন লাগবে। সেজন্য নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে। স্বেচ্ছায় শুধু মূসক নিবন্ধন গ্রহণ করা যায়। স্বেচ্ছায় টার্নওভার কর তালিকাভুক্তি গ্রহণ করা যায় না।
২. বার্ষিক টার্নওভার তালিকাভুক্তি সীমার নীচে থাকলে তালিকাভুক্তির প্রয়োজন নেই
৩. অব্যাহতি প্রাপ্ত পণ্য/সেবা উৎপাদন ও সরবরাহ করলে নিবন্ধিত বা তালিকাভুক্তির প্রয়োজন নেই।
তবে, কতিপয় কার্যক্রম পরিচালনা যেমন আমদানি বা রপ্তানি করতে গেলে বিআইএন লাগবে। সেজন্য নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করতে হবে। স্বেচ্ছায় শুধু মূসক নিবন্ধন গ্রহণ করা যায়। স্বেচ্ছায় টার্নওভার কর তালিকাভুক্তি গ্রহণ করা যায় না।
৫. ভ্যাট নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় দলিলাদি, ফি, ইত্যাদি কি লাগবে???
ফি: নতুন আইনের আওতায় মূসক নিবন্ধন বা টার্নওভার কর তালিকাভুক্তির জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
নবায়ন: একবার প্রদত্ত নিবন্ধন বা তালিকাভুক্তি কখনো নবায়নের প্রয়োজন নেই। বাতিল না হওয়া পর্যন্ত তা অব্যাহতভাবে কার্যকর থাকবে
৬. নিবন্ধন জন্য কোথায় আবেদন করবেন?
নিবন্ধন গ্রহণ/তালিকাভুক্তির জন্য নিম্নেবর্ণিত স্থানে আবেদন দাখিল করা যাবে।
১.অনলাইন বোর্ডের ওয়েব পোটালে;২.বোর্ড পরিচালিত কেন্দ্রীয় তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে;
৩.আবেদনকারীর জন্য সুবিধাজনক হয় এমন কোন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তরে;
৪.বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো সেবা কেন্দ্রে;
৫.বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলায়;
৬.বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্যকোনো স্থানে।
৭. আবেদন কোন কর্মকর্তার নিকট দাখিল করতে হবে এবং দাখিলের কতো দিনের মধ্যে নিবন্ধন হওয়া যায়?
নিবন্ধন বা তালিকাভুক্তির আবেদন কমিশনার বরাবর দাখিল করতে হবে।
আবেদন দাখিলের পর আবেদনে প্রদত্ত তথ্যাদি প্রাথমিক যাচাটইয়ে সঠিক পাওয়া গেলে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি প্রদান করা হবে।
আবেদন দাখিলের পর আবেদনে প্রদত্ত তথ্যাদি প্রাথমিক যাচাটইয়ে সঠিক পাওয়া গেলে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিবন্ধন বা তালিকাভুক্তি প্রদান করা হবে।
0 Response to "Basic Knowledge about the VAT ভ্যাট সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ন নোট (part-01)"
একটি মন্তব্য পোস্ট করুন