e TIN Registration Tax Identification Number


e-tin registration
e-TIN Registration/taxbd99.blogspot.com



Information about e-TIN

করদাতা  হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত   সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড -টিআইএন  (e-TIN) রেজিস্ট্রেশন পদ্ধতি  প্রবর্তন করেছে পদ্ধতিতে কয়েকটি সহজ ধাপ পেরোনোর মাধ্যমে আপনি পেতে পারেন একটি নতুন টিআইএন বর্তমানে  যাদের টিআইএন আছে ,তাঁদেরকেও নতুন পদ্ধতির টিআইএন করার জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে
টিআইএন রেজিস্ট্রেশন কিংবা রি-রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুনঃ www.incometax.gov.bd
অনলাইনে টিআইএন রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশনের জন্য যা প্রয়োজনঃ
করদাতার ধরন
প্রয়োজনীয় তথ্যাবলী
প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক
1.জাতীয় পরিচিতি নম্বর/পাসপোর্ট নম্বর (ইস্যু মেয়াদ উর্ত্তীণের তারিখসহ); এবং 
2.পূর্বের   টিআইএন  (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক
1.অভিভাবকের 12 ডিজিটের টিআইএন (নতুন পদ্ধতি অনুযায়ী রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনকৃত);
2.সদ্য তোলা ডিজিটাল ফরম্যাটের পাসপোর্ট  সাইজ ছবি; এবং
3.পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
প্রাপ্ত বয়স্ক বিদেশী নাগরিক
1.পাসপোর্ট নম্বর (ইস্যু মেয়াদ উত্তীর্ণের তারিখসহ ); 
2.ভিসা নম্বর তারিখ;
3.ডিজিটাল ফরম্যাটে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি; এবং
4. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
অপ্রাপ্ত বয়স্ক বিদেশী নাগরিক
1.অভিভাবকের 12 ডিজিটের টিআইএন (নতুন পদ্ধতি অনুযায়ী     রেজিস্ট্রেশন/ রি-রেজিস্ট্রেশনকৃত);
2. পাসপোর্ট নম্বর (ইস্যু মেয়াদ উত্তীর্ণের তারিখসহ);
3. ভিসা নম্বর তারিখ;
4. ডিজিটাল ফরম্যাটে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি; এবং
5. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)

প্রাইভেট /পাবলিক লিমিটেড কোম্পানী
1.কোম্পানীর ইনকর্পোরেশন নম্বর তারিখ; এবং
2.পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
বিদেশী কোম্পানী/ লিয়াঁজো অফিস
1.বিনিয়োগ বোর্ড (বিওআই) কর্তৃক অনুমোদনের রেফারেন্স নম্বর তারিখ; এবং
2. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
কর্পোরেশন
1. কর্পোরেশন গঠনের গেজেট নম্বর তারিখ ; এবং
2. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
অন্যান্য কোম্পানী
(আয়কর অধ্যাদেশের 2 (20) ধারার সংজ্ঞানুযায়ী )
1.যথোপযুক্ত র্তৃপক্ষের  অনুমোদনের রেফারেন্স নম্বর তারিখ; এবং
2. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
পার্টনারশীপ ফার্ম  (RJSC র্তৃ রেজিস্ট্রিকৃত)
1.রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর রেজিস্ট্রেশন  নম্বর তারিখ;
2.অংশীদারদের 12 ডিজিটের টিআইএন; এবং
3. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
পার্টনারশীপ ফার্ম (RJSC র্তৃ রেজিস্ট্রিকৃত নয়) /ব্যাক্তিসংঘ ( পি)
1.অংশীদার /ব্যক্তিসংঘ গঠনকারী সদস্যদের 12 ডিজিটের টিআইএন; এবং
2. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
অবিভক্ত হিন্দু পরিবার
1.ক্ষমতাপ্রাপ্ত ব্যাক্তির 12 ডিজিটের টিআইএন; এবং
2.পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
লোকাল অথরিটি
1.লোকাল অথরিটি গেজেট নম্বর তারিখ ; এবং
2. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)
আইন  দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যাক্তিসত্ত্বা, (এনজিও /কো-অপারেটিভ সোসাইটি /ট্রাস্ট /ফাউন্ডেশন /রাজনৈতিক দল/সাংস্কৃতিক/সামাজিক ক্রীড়া সংগঠন /ধর্মীয় /দাতব্য প্রতিষ্ঠান )
1.যথোপযুক্ত কর্তৃপক্ষের  রেফারেন্স নম্বর তারিখ; এবং
2. পূর্বের  টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)


ই-টিআইএন প্রাপ্তির নিয়ম



নতুন পদ্ধতিতে টিআইএন রেজিষ্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের শুরুতে প্রত্যেককে অবশ্যই একাউন্ট তৈরি করতে হবে।

একাউন্ট তৈরির নিয়ম:
1. www.incometax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন

2. হোম পেজের Register (রেজিস্টার) বাটনে কিল্ক কররে রেজিস্ট্রেশন ফরমে ওপেন হবে। ফরমের নির্ধারিত শূর্ণস্থাগুলো পূরন শেষে Register  রেজিস্টার বাটনে ক্লিক করুন

3. ফরমে প্রদানকৃত আপনার মুঠোফোন নম্বরে তাৎখনিকভাবে একটি কোড পৌছে যাবে। পর্দায় প্রদশিত ডায়ালগ বক্সে মুটোফোন এ ফেরনকৃত কোডটি প্রদান  করুন এবার একটিব বাটনে ক্লিক করলেই পর্দায় দেখতে পাবেন Welcome to Taxpayers Identification Number  (TIN) Registration/Re-registration”


ক) প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকের জন্য টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের নিয়ম:    
1. TIN Application মেনুতে ক্লিক করুন। এবার Registration/Re-registration ফরমে প্রদর্শিত শূণ্যস্থানগুলো পূরণ করে Go to next চাপুন।

2. Basic information ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে শূণ্যস্থানগুলো পূরণ করুন এবং Go to next বাটনে কিল্ক করুন
3. প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকের (যাদের জাতীয় পরিচিতি নম্বর নেই) টিআইএন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এ পর্যায়ে এসে ডিজিটাল ফরম্যাটে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।

4. Final preview তে ফরমে প্রদর্শিত আপনার দেয়া তথ্যগুলো সঠিক আছে কিনা, তা শেষ বারের মতো যাচাই করুন। সব কিছু ঠিক থাকলে, Final preview এর একেবারে নীচে চেক বক্সে টিক চিহ্ন দিন।
5. এরপর Submit Application বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনকারী নতুন 12 ডিজিটের টিআইএন পাবেন। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আবেদনকারী, যার জাতীয় পরিচিতি নম্বর নেই এবs ‍যিনি পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন করতে চান, তিনি একটি Ticket পাবেন। Ticket প্রিন্ট করে তাতে উল্লিখিত নিয়ম অনুসরণ করে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করতে হবে।

খ) লিমিটেড কোম্পানিসহ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস (RJSC) এ রেজিস্ট্রেশনকৃত এবং অ-রেজিস্ট্রেশনকৃত ফার্মের ক্ষেত্রে টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের নিয়ম:


1.  পূর্বের বর্ণনানুযায়ী টিআইএন রেজিস্ট্রেশনের বিভিন্ন ধাপ অনুসরণ করুন।

2.  কোম্পানীর টিআইএন রেজিস্ট্রেশনের জন্য করদাতা প্রতিষ্ঠানের নাম, ইনকর্পোরেশন নম্বর, ইনকর্পোরেশন তারিখ, কোম্পানীর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা। রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পূর্বের টিআইএন নম্বর। উল্লেখ্য, নিবাসী এবং বাংলাদেশী নহেন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোম্পানীর পরিচালক হলে সে ক্ষেত্রে ১২ ডিজিটের ইটিআইএনের প্রয়োজন নেই।

3.  RJSC তে নিবন্ধিত ফার্ম এর টিআইএন রেজিস্ট্রেশনের জন্য করদাতা প্রতিষ্ঠানের নাম, রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন তারিখ, ফার্মের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা এবং ফার্মের প্রত্যেক অংশীদার (নিবাসী এবং বাংলাদেশী নহেন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যতিত) এর নবপ্রবর্তিত 12 ডিজিটের টিআইএন। রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পূর্বের টিআইএন নম্বর।

4.  RJSC তে রেজিস্ট্রেশনকৃত নয়, এরূপ ফার্মের টিআইএন রেজিস্ট্রেশনের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা এবং ফার্মের প্রত্যেক অংশীদারের নবপ্রবর্তিত 12 ডিজিটের টিআইএন।

5. সকল প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারী কোম্পানি/ফার্ম নতুন টিআইএন সম্বলিত সার্টিফিকেট পাবেন।

গ) প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক বিদেশী নাগরিক, ব্যক্তিসংঘ, অবিভক্ত হিন্দু পরিবার, স্থানীয় কর্তৃপক্ষ, আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্ত্বা, কো-অপারেটিভ সোসাইটি এবং আয়কর অধ্যাদেশের ধারা ২(২০) অনুযায়ী গঠিত অন্যান্য গঠিত অন্যান্য কোম্পানী এর টিআইএন রেজি: ও রি- রেজি: নিয়মঃ

প্রাপ্তবয়স্ক বিদেশী নাগরিকের টিআইএন রেজিঃ জন্য পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর, বিনিয়োগ বোর্ড থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর (প্রযোজ্যতা অনুযায়ী), সদ্য তোলা ডিজিটাল ফরম্যাটের পাসপোর্ট সাইজ ছবি, পূর্বের টিআইএন (রি-রেজি: ক্ষেতে) এবং অপ্রাপ্ত বয়স্ক বিদেশী নাগরিকের টিআইএন রেজি: জন্য নিজের এবং অভিভাবকের পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর, সদ্য তোলা ডিজিটাল ফরমেটের পাসপোর্ট সাইজ ছবি, পূর্বের টিআইএন (রেজি: ক্ষেত্রে)



ব্যক্তি সংঘ/অবিভক্ত হিন্দু পরিবারের ক্ষেত্রে টিআইএন রেজি: জন্য ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি/কর্তার নবপ্রবর্তিত ১২ ডিজিটের টিআইএন, পূর্বের টিআইএন (রি-রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে) প্রদান করতে হবে।
স্থানীয় কর্তৃপক্ষ আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা কো-অপারেটিভ সোসাইটি এবং আয়কর অধ্যাদেশের ধারা 2-20 অনুযায়ী গঠিত অন্যান্য কোম্পানির ক্ষেত্রে টিআইএন রেজিস্ট্রেশন এর জন্য করদাতার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ফ্যাক্স নম্বর ও ইমেইল আইডি পূর্বের টিআইএন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রদান করতে হবে।
উপরে উল্লেখিত আবেদনকারী system-generated একটি ticket পাবেন। টিকিট প্রিন্ট  করে তাতে উল্লিখিত নিয়ম অনুসরণ করে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করতে হবে।

লক্ষ করুন

1. জাতীয় পরিচয় পত্র রয়েছে, এরুপ ব্যক্তিগণ ফরমে পুরণীয় তথ্যগুো জাতীয় পরিচয় পত্র অনুযায়ী প্রদান করবেন
2.  একটি জাতীয় পরিচিতি নম্বর দিয়ে শুধুমাত্র একটি টিআইএনের জন্য আবেদন করা যাবে। তথ্য প্রদানে যাতে কোন ভুল না হয় সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন

3.  একই ব্যক্তির জাতীয় পরিচয় পত্র এবং পাসপোর্ট উভয়ই থাকলে তিনি কেবল জাতীয় পরিচিতি নম্বর ব্যবহার করে টিআইএন এর জন্য আবেদন করবেন; জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট দুইটিই ব্যবহার করে দুইটি টিআইএন এর জন্য আবেদন করলে তা হবে বেআইনী ও দন্ডনীয়।

নতুন এই পদ্ধতির সুবিধা
ঘরে বসে অনলাইনে ইটিআইএন সাটিফিকেট পাওয়া এই্ পদ্ধতির সুবিধা
করদাতা তার সুবিধাজনক স্থান ও সময়ে রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটি অতিদ্রূত সম্পন্ন করতে পারবেন' এতে সময় এবং শ্রম দুটিই বাচবে
সকল তথ্য কেন্দ্রীয় ভাবে সংরক্ষিত থাকবে। ফলে ভূয়া টিআইএন এর ব্যবহার বন্ধ হবে। টিআইএন গ্রহনকারী করদাতা টিআইএন এর যথার্থতার বিষযে নিশ্চিত থাকতে পারবেন।
স্বচ্ছ ও নির্ভূল এই প্রক্রিয়া  দেশের কর ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর এবং করদাতা বান্ধব করবে । এতে সম্মানিত করদাতাগনকে সেবা প্রদান সহজতর হবে।
তথ্য সংশোধন /পরিবর্তনে করণীয়
যা তা ইতোমধ্যেই ই-টিআইএন রেজিস্ট্রেশন অথবা রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাঁরা নিজ নিজ প্রোফাইলে login করে প্রদত্ত ভুল তথ্য সংশোধনের জন্য edit/ correct/ update মেনুর মাধ্যমে অনুরোধ করবেন। কোন তথ্য সংশোধন পরিবর্তন করতে চাইলে তাও উক্ত মেনু মাধ্যমে অনুরোধ জানাতে হবে। এ প্রক্রিয়ায় পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রীর নাম অভিভাবক দের নাম লিঙ্গ ইমেইল বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা রেজিস্ট্রেশন এর ধরন 10 ডিজিটের টিআইএন ইত্যাদি সংশোধন অনুরোধ করা যাবে।

আয়কর নথি বদলির জন্য করনীয়
করদাতার কর্মস্থল বা ব্যবসার স্থান পরিবর্তন হওয়া ইত্যাদি কারণে আয়কর নথি বদলির প্রয়োজন হলে তিনি সিস্টেমে login করে file transfer মেনুর মাধ্যমে অনুরোধ করবেন। করদাতার নিকট হতে প্রাপ্ত অনুরোধ যাচাই পূর্বক সংশ্লিষ্ট সার্কেল সঠিক অধিক ক্ষেত্রে আয়কর নথি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



দৃষ্টি আকর্ষণ
জাতীয় রাজস্ব বোর্ড এর ই টি আই এন রেজিস্ট্রেশন ও re-registration পোর্টালটি তথ্য প্রযুক্তি আইন 2006 এর অধীনে ডিজিটাল স্বাক্ষর ও এস এল এস এস সি সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। উক্ত সার্টিফিকেটটি নিশ্চিত করে যে এই পোর্টাল থেকে প্রদানকৃত টিআইএন সার্টিফিকেট জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ডিজিটাল স্বাক্ষরকৃত। বকুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার সময় এখনো বাংলাদেশের ডিজিটাল স্বাক্ষর ও এস এস এল সার্টিফিকেট সংযুক্ত হয়নি বিধায় পোর্টাল লগইন করার সময় ব্রাউজার সময় একটি সতর্কীকরণ মেসেজ প্রদান করে থাকে।


আয়কর অনুবিভাগ
জাতীয় রাজস্ববোর্ড
www.nbr.gov.bd
We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "e TIN Registration Tax Identification Number"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel