Muslim property law in Bangladesh মুসলিম উত্তরাধীকারী আইন অনুযায়ী সম্পত্তি বন্ঠন
Muslim property law in Bangladesh/TAXBD99 |
মুসলিম উত্তরাধীকারী আইন অনুযায়ী সম্পত্তি বন্ঠন
প্রথমে মৃত ব্যক্তির অংশীদার কারা সে সম্পর্কে
সুনিশ্চিত হতে হবে। অতঃপর তাদের নির্ধারিত অংশ বন্টন করে দিতে হবে। তাদের
মধ্যে বন্টন করার পর যদি সম্পত্তি শেষ হয়ে যায় তবে গঠনের প্রক্রিয়া
এখানেই শেষ হবে।
যদি কিছু সম্পত্তি অবশিষ্ট থাকে তবে
তা অবশিষ্ট ভোগী দের মধ্যে বন্টনের জন্য দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মৃত ব্যক্তির কোন অংশীদার না থাকলে সমগ্র সম্পত্তি অবশিষ্ট ভোগীদের মধ্যে
বন্টন করতে হবে।
যদি মৃত ব্যক্তির অংশীদার বা অবশিষ্ট ভোগী কেউ না থাকে তবে
তৃতীয় পদক্ষেপ অর্থাৎ দূরবর্তী আত্মীয়দের মধ্যে বন্টনের প্রক্রিয়া
গ্রহণ করতে হবে। তাই অংশীদার বা অবশিষ্ট বর্তমান থাকলেও দূরবর্তী আত্মীয়রা
কোন উত্তরাধিকার অর্জন করে না।
অংশীদার অবশিষ্ট ভোগী বা দূরবর্তী
আত্মীয়দের মধ্যে কেউ বর্তমান না থাকলে ত্যাক্ত সম্পত্তির অপ্রধান শ্রেণীর
ওয়ারিশগণের মধ্যে অগ্রগণ্য তার ক্রম অনুসারে বর্তাবে। এদের মধ্যে রয়েছে
চুক্তিমূল্য উত্তরাধিকারী এর অনুপুস্থিতি স্বীকৃতি কোন আত্মীয় সার্বজনীন
গ্রহীতা এবং রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে সর্বশেষ উত্তরাধিকারী।
কারা কখনো বঞ্চিত হয় না।
5 জন উক্ত উত্তরাধিকারী এসবক্ষেত্রে উত্তরাধিকার প্রাপ্ত হবে। অর্থাৎ তারা
কখনোই বঞ্চিত হবে না। তারা হচ্ছে পিতা, মাতা, স্বামী/ স্ত্রী , পুত্র ও কন্যা
এদেরকে বলা হয় মৌলিক উত্তরাধিকারী .
তাদের সকালে বর্তমান থাকলে
পুত্র কন্যা হিসেবে 2:1 অনুপাতে বাকি অংশ পাবে।
0 Response to "Muslim property law in Bangladesh মুসলিম উত্তরাধীকারী আইন অনুযায়ী সম্পত্তি বন্ঠন "
একটি মন্তব্য পোস্ট করুন