Types of appeals in Income tax আয়কর আপীল কি? আপিল এর প্রকারভেদ সম্পর্কে
Types of appeals in Income tax আপীল কি আপিল এর প্রকারভেদ সম্পর্কে/taxbd99.blogspot.com |
আপীল কি আপিল এর প্রকারভেদ সম্পর্কে????
আপীল: যদি আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মোট আয় নির্ণয় কর যাতে অসন্তুষ্ট হন, তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে অধিকতর বিচার বিবেচনার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট যে বিচার চাওয়া হয় তাকে আয়কর পরিভাষায় আপীল বলা হয়।
আপিল এর প্রকারভেদ:
সাধারণত নিম্ন দুটি ধাপ বা আস্তে করতে হয়
1. আপীলাত যুগ্ম কর কমিশনারের (আপীল) নিকট আপীল।
2. আপীলাত ট্রাইবুনাল এর নিকট আপীল।
যখন একজন করদাতা ডেপুটি কমিশনার অফ টেক্সাস এর কর নির্ধারণী আদেশ অসন্তুষ্ট হয় তখন তিনি আপীলাত যুগ্ম কমিশনার / কমিশনার আপীল এর নিকট আপীল করবেন ইহাকে প্রথম আপীল বলা হয়।
যখন উপরুক্ত করদাতা কমিশনার আপীল কর্তৃক কর নির্ধারণী আদেশ ও সন্তুষ্ট না হতে পারেন তখন তিনি আপীলাত ট্রাইবুনাল এর নিকট আপীল করবেন ইহাকে দ্বিতীয় আপীল বলা হয়।
যদি উপরোক্ত করদাতার দ্বিতীয় আপিলেও সন্তুষ্ট হতে না পারেন তাহলে আয়কর আইন আর কোন পরিত্রাণে ব্যবস্থা নাই ।তবে যদি উক্ত কর আদেশে আইনের ব্যাখ্যা অথবা সিদ্ধান্ত কোন বিষয় থাকে সে ক্ষেত্রে শুধুমাত্র করদাতা হাই কোর্ট আইন এর ব্যাখ্যার জন্য মামলা করতে পারেন।
0 Response to "Types of appeals in Income tax আয়কর আপীল কি? আপিল এর প্রকারভেদ সম্পর্কে"
একটি মন্তব্য পোস্ট করুন