Lifestyle Exp Income tax Return পরিসম্পদ দায় সময় এবং লাইফ স্টাইল এর বিবরণী
Lifestyle Exp Income tax Return |
পরিসম্পদ দায়সমুহ এবং লাইফ স্টাইল এর বিবরণী
অর্থ আইন
2016 এর মাধ্যমে , আয়কর অধ্যাদেশ ১984 এর ধারা ৮০ প্রতিস্থাপন করা
হয়েছে। ধারা 80 এর উপধারা 1 এর নতুন বিধান অনুযায়ী যদি কোন ব্যক্তি
করদাতার নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করেন তাহলে আয় বছরের শেষ তারিখে তার
নিজের এবং নির্ভরশীল সন্তানের পরিসম্পদ , দায় ও ব্যয় বিবরণী আয়কর
রিটার্ন এর সাথে দাখিল করতে হবে।
শর্ত সমূহ হলো:
১) আয় বছরের শেষ তারিখে মোট পরিসম্পদ এর পরিমাণ 20 লক্ষ টাকার অধিক হলে অথবা
২) এই বছরের শেষ তারিখে মোটরগাড়ি (জিপ বা মাইক্রোবাস সহ)এর মালিকানা থাকলে অথবা
৩)আয়
বছরে কোন সিটি কর্পোরেশন এলাকায় কোন গৃহ সম্পত্তি বা এপার্টমেন্টের মালিক
হলে অথবা গৃহ সম্পত্তি বা এপার্টমেন্টে বিনিয়োগ করলে.
কোন ব্যক্তির ক্ষেত্রে উপরে বর্ণিত শত সমূহ পূরণ না হলে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী দাখিল করা তার জন্য বাধ্যতামূলক নয়
তবে বর্ণিত শর্তসমূহ পূরণ না করা সত্তেও কোনো ব্যক্তি করদাতা চাইলে স্বপ্রণোদিতভাবে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী দাখিল করতে পারবেন।
পরিসম্পদ
দায় ও ব্যয় বিবরণী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দাখিল করতে হবে।
এস
আর ও নং 260 আইন/আয়কর/২০১৬, তারিখ 10 শে আগস্ট 2016 এর মাধ্যমে আয়কর
বিধিমালা 1984 সংশোধন করে নতুন পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী ফরম
(IT-10B2016) প্রবর্তন করা হয়েছে। যে সকল করদাতা নতুন রিটার্ন ফরম
(IT-11GA2016) ব্যবহার করবেন তাদেরকে(IT-10B2016)
ফরম ব্যবহার করতে হবে।
তবে যাহারা পুরাতন রিটার্ন জমা দিবেন তাহারা IT-10 বহাল থাকবে
0 Response to "Lifestyle Exp Income tax Return পরিসম্পদ দায় সময় এবং লাইফ স্টাইল এর বিবরণী"
একটি মন্তব্য পোস্ট করুন