Salary income TDS forms and Rules of Income tax বেতনখাতে উৎসে কর নির্ধারণ ও আয়কর আইন অনুযায়ী রুলস ও ফরম সমূহ
কিভাবে বেতন থেকে উৎসে কর কর্তন করবেনঃ
আয়কর অধ্যাদেশ 1984 এর 50ধারাতে বেতন খাতে উৎসে কর কর্তন করা হয়।
বেতন খাতের অধীন শ্রেণীবিন্যাস করা যায় প্রাপকের এরূপ প্রাপ্য কোন অর্থ আয় হিসেবে বিবেচিত হলে, ঐ অথ পরিশোধে দায়ী ব্যক্তি অনুরূপ পরিশোধ করার সময় এরূপ হারের ভিত্তিতে তা হতে কর কর্তন করবেন যে উক্ত হার হবে প্রাপকের ঐ খাতের অধীনে অনুমিত মোট আয়ের উপর প্রযোজ্য।
অথ্যাৎ একজন ব্যক্তির একটি কোম্পানীতে তাহার নীট করেযোগ্য আয় এর উপর বাৎসরিক যে আয়কর আসে তাহার উপর গড় ভাবে প্রত্যেক মাসে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫০ অনুযায়ী যে কর কর্তন করা হয় তাহাতে অগ্রিম আয় কর কর্তন বলে
নিম্নে আপনাদের জন্য আয়কর কর্তন কিভাবে করবেন এবং
এই বেতন খাতে উৎসে কর কর্তন কৃত কর কিভাবে হিসাব করবেন এবং আয়কর অফিসে কিভাবে জমা দিবেন তাহার ফরম সমূহ নিম্নে দেওয়া হল
নিম্নে আপনাদের জন্য একটি ফরম দেওয়া হল
কিভাবে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী থেকে উৎসে কর কর্তন করবেন তাহার ফরম
এক্সেল নিম্নে দেওয়া হল
এখন কর্তনকৃত কর আয়কর অফিসে কিভাবে জমা দিবেনঃ
আয়কর অধাদেশে বলা হয়েছে যে
যে ক্ষেত্রে কর্তন বা আদায় সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত ছকে মাসিক বিবরণী বোর্ড কর্তৃক নির্ধারিত আয়কর কর্তৃপক্ষের অনুকূলে কর্তনকারী বা আদায়কারী ব্যক্তি কর্তৃক যে মোসে কর্তন বা আদায় সংঘঠিত হয়েছে সে মাসের বিশ দিবস হতে শেষ দিবসের মধ্যে সরবরাহ করবেনঃ
নিম্নে আপনাদের জন্য এই ফরম এর এক্সেল ফরমটি দেওয়া হল
0 Response to " Salary income TDS forms and Rules of Income tax বেতনখাতে উৎসে কর নির্ধারণ ও আয়কর আইন অনুযায়ী রুলস ও ফরম সমূহ"
একটি মন্তব্য পোস্ট করুন