VAT Online Service Closed What you Do? ভ্যাট এর অনলাইনে সেবা বন্ধ এখন কি করবেন ?
ভ্যাট এর অনলাইনে সেবা বন্ধ এখন কি করবেন ? ভ্যাট অনলাইনের সার্ভিস এখন থেকে বন্ধ থাকবে।
support@vat.gov.bd মেইল করলেও কোন উত্তর পাওয়া যায় না তাহলে কি করবেন
কারণ জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনলাইন সার্ভিস এর কন্ট্রাক্ট শেষ তাই অনলাইনে কল সেন্টার 16555 এর সার্ভিস টি বন্ধ রয়েচে।
নিম্নে কিভাবে সমাদান করবেন তাহ নিম্নে দেওয়া হল:
ভ্যাট অনলাইন এর ফেসবুক সাইট থেকে
১. সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল সম্মানিত করদাতা তাদের ইউজার আইডি লক থাকার কারণে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারছেন না, তাদেরকে স্ব-স্ব ভ্যাট সার্কেল অথবা ডিভিশন অফিসে অতিসত্বর যোগাযোগ করে জানাতে অনুরোধ করা হল।
সার্কেল এবং ডিভিশন অফিস থেকে এগুলোর একটি তালিকা করে সেটি IVAS Team কে মেইল করে দিতে হবে। উল্লেখ্য, শুধুমাত্র ভ্যাট কর্মকর্তারাই এখানে মেইল করতে পারবেন।
২. CPC সার্ভিসটি এখন থেকে প্রত্যেক ভ্যাট কমিশনারেটের সদরদপ্তর থেকে পরিচালিত হবে। এ ব্যাপারে ইতিমধ্যেই সেইসব দপ্তরের নির্বাচিত কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৩. যে সকল আমদানিকারক রেয়াতি সুবিধায় পণ্য আমদানি করেন, তারা অনলাইনে রিটার্ন সাবমিট করার সময় সম্পূরক শুল্ক বিষয়ক জটিলতা এড়ানোর জন্য আপাতত হার্ডকপি রিটার্ন সাবমিট করতে বলা হল। আগামী মাসের মধ্যে এসাইকুডা ওয়ার্ল্ডের সাথে ইন্টিগ্রেশন সম্পন্ন হয়ে গেলে আর এ ধরনের সমস্যা পরিলক্ষিত হবে না।
0 Response to "VAT Online Service Closed What you Do? ভ্যাট এর অনলাইনে সেবা বন্ধ এখন কি করবেন ?"
একটি মন্তব্য পোস্ট করুন