When you need Tax Return Acknowledgmemt যে সকল ক্ষেত্রে রিটার্ণ দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে
যে সকল ক্ষেত্রে রিটার্ণ দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে
1) কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে হতে ৫ লক্ষ দিক টাকা ঋণ গ্রহণ
2) কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে।
3) আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে।
4) সিটিং কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে।
5) সমবায় সমিতির নিবন্ধন পেতে।
6) সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়র হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে।
7) সিটি কর্পোরেশন জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা এপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা আমমুক্তারনামা নিবন্ধন করতে।
8) ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে
9) চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড একাউন্টেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট প্রকৌশলী স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোন স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে।
10) the Muslim marriage and divorce registration act 1974 এর অধীনে লিখা রেজিস্টার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে
11) ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহন রাখতে
12) ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রার্থী ও নবায়নে
13) যেকোন এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে।
14) লঞ্চ স্টিমার মাছ ধরার ট্রলার কার্গো পোস্টার কার্গো দাম বাজ সহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌজানের সার্ভিস সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে।
15) পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়ন
16) সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তি
17) সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে
18) কোম্পানি এজেন্সি বা ডিস্ট্রিবিউটর শিপ প্রাপ্তি ও বহাল রাখতে
19) আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে
20) আমদানি উদ্দেশ্যে ঋণপত্র খোলায়
21) পাঁচ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয় সব খোলায়।
22) ১০ লক্ষ টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পূর্ণ ব্যাংক হিসাব খোলাও বহাল রাখতে
23) পাঁচ লক্ষাধিক টাকা সঞ্চয় পত্র ক্রয়
24) পৌরসভা উপজেলা সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ।
25) মোটরযান স্পেস বা স্থান বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার ইকোনমিক এক্টিভিটি অংশগ্রহণ করতে
26) উৎপাদন কার্যক্রমের ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা তত্ত্বাবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন ভাতাধি প্রাপ্তির।
27) সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ কর্পোরেশন সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ কর্পোরেশন সত্তা বা ইউনিটের কর্মচারীর ১৬০০০ টাকা বা তদুদ্ধ পরিমাণ পরিমাণ মূল বেতন প্রাপ্তিতে
28) মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তর মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জ এর মাধ্যমে কমিশন ফি বা অন্য কোন অর্থ-প্রাপ্তির ক্ষেত্রে
29) কনসালটেন্সী সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সরবরাহ নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোন কোম্পানি হতে কোন অর্থ প্রাপ্তিতে
30) মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের হতে মাসিক ১৬ হাজার টাকার মধ্যে কোন অর্থ প্রাপ্তি
31) বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়ন
32) দ্বিচক্রবাদ ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন কালে
33) এনজিও অ্যাফেয়ার্স বুরুতে নিবন্ধিত এনজিওতে বা মাইক্রোক্রেট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্রঋণ সংস্থা বিদেশি অনুদান ছাড়ে
34) বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়
35) কোম্পানি আইন ১৯৯৪ এর ১৮ নং আইনে এবং societies registration act 1860 এর অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে
36) অন্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্ট দাখিল কালে
37) পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিল কালে
38) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের ভবন নির্মাণের নকশা দাখিল কালে
0 Response to "When you need Tax Return Acknowledgmemt যে সকল ক্ষেত্রে রিটার্ণ দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে"
একটি মন্তব্য পোস্ট করুন