VAT Sign up information update sloving ভ্যাট এর সাইন আপ এর সমস্যার সমাধান

VAT Sign up information update sloving ভ্যাট এর সাইন আপ এর সমস্যার সমাধান

বর্তমানে যে কোন ব্যক্তি যখনই ভ্যাট এর অনলাইনে লগইন করতেছেন তাহারা সবাই একটি বিষয় লক্ষ্য করতেছেন যে উপরের পিক এর মত একটা মেসেজ আসতেছে এবং কেন্সেল এ ক্লিক করতে ড্রপ ডাউন বাটন আসতেছেনা 
কারন আপনি ওক ক্লিক করে যতক্ষন না তথ্য আপডেট করবেন ততক্ষন পর্যন্ত আসবেনা।

তাই এর  সমাধান কিভাবে করবেন তাহা নিম্নে দেওয়া হল

১) যখনই উপরের উল্লেখিত তথ্য আসবে তখনই ওক ক্লিক করুন
তার পর নিম্নের মত একটা পেজ ওপেন হবে।
VAT Sign up information update sloving ভ্যাট এর সাইন আপ এর সমস্যার সমাধান



এখন উপরোক্ত ইমেইজে র ডানদিকের কর্নারে এমেন্ডমেন্ড এ ক্লিক করুন
তার পরি শুধু জন্ম তারিখ টি  এনআইডি অনুযায়ী ফিল আপ করে চেক করুন 
এবং কোন সমস্যা না থাকলে সাবমিট  এ ক্লিক করুন।

নোট: যদি নিম্নের পিক এর মত আসে তাহলে লগআউট করে আবার লগ ইন করুন তাহলে ঠিক হয়ে যাবে এবং প্রথমে এই তথ্য গুলোর পিক তুলে নিন যাতে কোন মোবাইল দেওয়া আছে যেটিতে ওটিপি যাবে এবং মেইল এড্রেস টি লিখে নিন।


VAT Sign up information update sloving ভ্যাট এর সাইন আপ এর সমস্যার সমাধান








যখন ‍সাকসেস ভাবে তথ্য আপডেট হবে তখন আপনার ওটিপি চাইবে 
যাহা নিম্নের পিক এর মত তবে একবার যতি সময় শেষ হয়ে যায় না আসে তাহলে আরেকবার ট্রাই করলে দুইটি একসাথে আসে এতে নতুনটি দিবেন।
দেওয়ার পর 5-10 মিনিটের মধ্যে আপনার মেইলে একটি মেইল যাবে যাহা দিয়ে নতুন করে পাসওয়াড আপডেট করতে হবে।
VAT Sign up information update sloving ভ্যাট এর সাইন আপ এর সমস্যার সমাধান

ভ্যাট অনলাইনে নতুন কার্যক্রম অনুসারে, 

১। ভ্যাটদাতারা নিজেরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবন্ধনের সময় প্রদত্ত জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে তথ্য আপডেট করে নিতে পারবেন। তাতে নিবন্ধনের সময়কার মোবাইলে ওটিপি যাবে, সুতরাং অই মোবাইলের সংযোগ থাকতে হবে।


এরপর মেইলে নতুন পাসওয়ার্ড যাবে, সেটা দিতে ওপেন করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন।


এরপর ড্রপবক্স আসার জন্য তথা অথরাইজড পারসন ডাটা এন্ট্রি দিয়ে সংশোধন করতে হবে মূসক ২.৫ দিয়ে, তা সংশ্লিষ্ট বিভাগের রিভিউয়ার বা অফিসারকে জানালে ব্যবস্থা গ্রহণ হবে।


এতে করে ক্ষেত্রবিশেষে ১ ঘন্টা থেকে ১/২ দিনও সময় লেগে যেতে পারে। আর এই নিয়ম যারা জানে, অভিজ্ঞ তাদের জন্য।


২। অনভিজ্ঞরা নিবন্ধনের সময় দেয়া এন আইডি, ইমেইল, ও মোবাইল নং নিয়ে সংশ্লিষ্ট ভ্যাট সার্কেলে যোগাযোগ করবেন। এবং তা অতিশীঘ্রই। সার্কেল অফিসার বা বিভাগীয় রিভিউয়ার এটার ব্যবস্থা করে দিবে। এতেও একই রকম সময় লাগবে।


৩। যাদের এন আইডি সমস্যা বা নাই, ইমেইল হারায় গেছে বা নাই, মোবাইল বন্ধ বা দেশের বাইরে বা নাই এসব ক্ষেত্রে এসব চেঞ্জ করতে হবে আগে মূসক ২.৫ ফরমে আবেদন করে, তারপর অথরাইজড পারসন ডাটা এন্ট্রি। এসব কাজ ভ্যাট সংশ্লিষ্ট বিভাগের রিভিউয়ার সংশোধন করে দিতে পারবে।


৪। এসব করতে সময় লাগলে, নেটওয়ার্ক প্রব্লেম হলে, সিরিয়াল লম্বা হলে, চেষ্টার ত্রুটি না থাকলে, অনলাইনে আপাতত ঝামেলা সৃষ্টি হলে আপাতত ১৫/১৬ তারিখের আগে ম্যানুয়ালি রিটার্ন দাখিল করুন।


রিটার্ন দেয়া বাধ্যতামূলক, এতে ছাড় নেই। হয় অনলাইন না হয় ম্যানুয়ালি।


পরে সপ্তাহ খানেক পরে এন আইডি সত্যয়ন, ড্রপ বক্স এন্ট্রি দিয়ে দিবেন আবশ্যিকভাবে। মনে রাখবেন, বর্তমান ভ্যাট আইনের মূল থিম হচ্ছে অনলাইন করা। ম্যানুয়াল সাপোর্টিং মাত্র।


৫। এই করমেয়াদের বর্তমান ট্রানজিশন পরিয়ড হচ্ছে মূলতঃ


ক. এন আইডি দিয়ে ভ্যাট অনলাইনে প্রদত্ত তথ্য সত্যয়ন করা, যাতে ভুয়া কেউ ভুয়া আইডি দিয়ে ব্যবসা কার্যক্রম করতে না পারে;
খ. অনেক ইমেইল, মোবাইল নং ইদানিং বন্ধ, নট রিচ এবল পাওয়া যাচ্ছে, এসবের সত্যতা বা চালু ইমেইল ও চালু মোবাইলের সাথে ভ্যাট অনলাইনের সংযোগ ঘটানো;
গ. ইদানিং অনেকে প্রচুর প্রতিষ্ঠানের অথরাইজড পারসন হিসেবে আছেন, যারা মালিকের অনুমতি না নিয়ে আইডি পাসওয়ার্ড দখলে নিয়ে আছেন, তাদের ব্যবস্থা গ্রহণ করা এই আপডেটের অন্যতম উদ্দেশ্য।


সুতরাং আইন মানুন,
ভ্যাট অফিসকে সহযোগিতা করুন।
নিজের ব্যবসা নিজে করুন,
নিজ নিযুক্ত ব্যক্তি দিয়ে ভ্যাট অনলাইন কার্যক্রম পরিচালনা করুন।

We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "VAT Sign up information update sloving ভ্যাট এর সাইন আপ এর সমস্যার সমাধান"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel