Tax Representative Management System অনুমোধিত কর প্রতিনিধি





যাহারা আয়কর আইনজীবী তাহাদের জন্য জাতীয় রাজস্ববোর্ড কর্তৃক ইউজার আইডি ও পাসওয়াড এর মাধ্যমে সহজে  সকল করদাতার আয়কর রির্টান সাবমিট করার জন্য  একটা ‍ সফটওয়ার চালু করছে।

"Tax Representative Management System" (TRMS) বা "অনুমোদিত কর প্রতিনিধি ব্যবস্থাপনা সিস্টেম" হলো একটি নতুন সফটওয়্যার যা সম্প্রতি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (NBR) চালু করেছে। এই সিস্টেমটি অনুমোদিত কর প্রতিনিধিদের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ এবং ঝামেলামুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।

এই সিস্টেমের মূল বৈশিষ্ট্যগুলো হলো:

  • ডিজিটাল নিবন্ধন: আয়কর আইন অনুযায়ী অনুমোদিত সকল কর প্রতিনিধি এই সিস্টেমে ডিজিটালভাবে নিবন্ধিত হতে পারবেন।

  • অনলাইন অনুমোদন: করদাতারা তাদের নিজস্ব বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল ফোনে প্রাপ্ত ওটিপি (OTP) ব্যবহার করে অনলাইনে একজন কর প্রতিনিধিকে তাদের রিটার্ন দাখিলের জন্য ক্ষমতা প্রদান করতে পারবেন।

  • তথ্য সংরক্ষণ: একজন কর প্রতিনিধি যতজন করদাতার রিটার্ন দাখিল করবেন, সেই সকল রিটার্নের তথ্য আলাদাভাবে ওই প্রতিনিধির নামের বিপরীতে TRMS সিস্টেমে সংরক্ষিত থাকবে।

  • স্বচ্ছতা: এই সিস্টেম করদাতা এবং কর প্রতিনিধি উভয়ের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে।

  • ব্যবহারকারী-বান্ধব: এটি একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস যা করদাতা এবং কর প্রতিনিধি উভয়ের জন্যই সহজ।

এই সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য হলো কর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, কাগজপত্র কমিয়ে আনা, সময় বাঁচানো এবং করদাতাদের হয়রানি কমানো। এর মাধ্যমে করদাতারা ঘরে বসেই একজন অনুমোদিত প্রতিনিধির সাহায্যে সহজেই তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।


নিম্নে ওয়েভ সাইটের লিংক ও স্কিনশট দেওয়া হল

Tax Representative Management System অনুমোধিত কর প্রতিনিধি

এছাড়া একটি  নোটিশ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড


Tax Representative Management System অনুমোধিত কর প্রতিনিধি

Tax Representative Management System অনুমোধিত কর প্রতিনিধি

WEBSITE LINK https://trms.nbr.gov.bd/

We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "Tax Representative Management System অনুমোধিত কর প্রতিনিধি"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel