eTIN Registration
eTIN registration/taxbd99.blogspot.com |
জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত ও উন্নততর সেবা প্রদানের উদ্দেশ্যে করদাতাদের বর্তমান ১০ (দশ) ডিজিটের TIN পরিবর্তন করে e-TIN পদ্ধতির মাধ্যমে অনলাইনে নতুন ১২ (বার) ডিজিটের TIN প্রদানের ব্যবস্থা বিগত ০১/০৭/২০১৩ তারিখ হতে চালু করেছে। নতুন এ পদ্ধতি প্রবর্তনের ফলে ১ জানুয়ারী ২০১৪ থেকে পুরোনো ১০ (দশ) ডিজিট TIN আর কার্যকর থাকবে না। উক্ত ব্যবস্থার মাধ্যমে সম্মানিত করদাতাগণ তার সুবিধাজনক স্থান ও সময়ে www.incometax.gov.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে Re-registration করে ১০ (দশ) ডিজিট TIN এর স্থলে ১২ (বার) ডিজিট এর TIN গ্রহণ করতে পারেন।
তথ্য প্রদান সংক্রান্ত ছক ডাউনলোড করতে ক্লিক করুন: Download Pdf