Part-03 Differences Between VAT Act 1991 and VAT act 2012 মূল্য সংযোজন কর আইন- ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এর মধ্যে পার্থক্য

Part-03 Differences Between VAT Act 1991 and VAT act 2012 মূল্য সংযোজন কর আইন- ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এর মধ্যে পার্থক্য/taxbd99.blogspot.com



8.  হিসাব-রক্ষণ পদ্ধতি

a) মূল্য সংযোজন কর আইন- ১৯৯১ 
1. মূসক হিসাব ব্যবস্থা আধুনিক হিসাব ব্যবস্থাকে অনুসরণ করতো না
2. নগদ-ভিত্তিক হিসাব ব্যবস্থা
3. কোনো কোম্পানির একাধিক বিআইএন থাকলে তাকে একাধিক হিসাব রাখতে হতো
4. এক শাখা হতে অন্য শাখায় পণ্য স্থানান্তরের ক্ষেত্রেও কর পরিশোধ করতে হতো
5. কৃত্রিম সরবরাহ তৈরি করতে হতো
6. মূসকের হিসাবের সাথে ব্যবসায়ের হিসাব মিলতো না বলে ব্যবসায়ীকে আলাদা ২ সেট হিসাব রাখতে হতো
7. মূসকের হিসাব এবং ব্যবসায়ের হিসাব মিলানো সম্ভবপর ছিল না
8. সপ্তাহে একবার সকল মূসক চালানের কপি সার্কেলে জমা দিতে হতো
9. শুধু নিজস্ব পদ্ধতিতে হিসাব রাখার সুযোগ ছিল না
10. বিভিন্ন ধরণের পরিস্থিতিতে বিভিন্ন ধরণের চালান ইস্যু করতে হতো
11.হিসাব রক্ষণ সংক্রান্ত ফরমসমূহ: মূসক-১, মূসক- মূসক-১ক, মূসক-১খ, মূসক-১গ, মূসক-২খ,  মূসক-১১, মূসক-১১ক, মূসক-১১গ, মূসক-১২, মূসক-১২ক, মূসক-১২খ,  মূসক-১৬, মূসক-১৭, মূসক-১৭ক, মূসক-১৮, মূসক-১৯, মূসক-২০



b) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২

1. মূসক হিসাব ব্যবস্থা আধুনিক হিসাব ব্যবস্থাকে অনুসরণ করে
2. এক্রিওয়্যাল ভিত্তিক ডুয়েল এন্ট্রি হিসাব ব্যবস্থা
3. কোনো কোম্পানির একাধিক বিআইএন থাকবে না বিধায় তাকে একাধিত হিসাব রাখতে হবে না
4. এক শাখা হতে অন্য শাখায় পণ্য স্থানান্তরের স্থানান্তরের চালান ইস্যু করতে হবে। কোনো কর পরিশোধ করতে হবে না
5. কৃত্রিম সরবরাহ তৈরির সুযোগ নেই
7. একজন ব্যবসায়ী একসেট হিসাবই রাকবেন। এখন আর আলাদা হিসাব থাকবেনা
8. মূসকের হিসাব এবং ব্যবসায়ের হিসাব সহজেই মিলানো সম্ভবপর হবে
9. কোনো চালান সার্কেলে জমা প্রদান করতে হবে না
10. নির্ধারিত ফরমের তথ্যসহ নিজস্ব পদ্ধতিতে হিসাব রাখার সুযোগ আছে


11. হিসাব রক্ষণ সংক্রান্ত ফরমসমূহ: মূসক-৬.১, মূসক-৬.২, মূসক-৬.৩, মূসক-৬.৪, মূসক-৬.৫, মূসক-৬.৬, মূসক-৬.৭, মূসক-৬.৮, মূসক-৬.৯, মূসক-৬.১০, মূসক-৯.১, মূসক-৯.২, মূসক-৯.৩

note:  হিসাব-রক্ষণ পদ্ধতি সহজ এবং ২ সেট হিসাব রাখতে না হওয়ায় ব্যবসায়ের প্রতিপালন খরচ কমবে, করদাতার জন্য কর পরিশোধ সহজ হবে। 



We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "Part-03 Differences Between VAT Act 1991 and VAT act 2012 মূল্য সংযোজন কর আইন- ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এর মধ্যে পার্থক্য"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel