Investment for Tax Credit Time short কর রেয়াতযোগ্য বিনিয়োগ ও দানের খাত সমূহ
Investment Tax Credit |
চলতি করবর্ষে বিনিয়োগের জন্য আর বেশিদিন নেই, করদাতাগন তাদের কর রেয়াতযোগ্য বিনিয়োগ করতে আগ্রাহীগন নিম্নবর্ণিত খাতে বিনিয়োগ করতে পারেন।
একজন করদাতার কর রেয়াতের জন্য বিনিয়োগ প্রদানের খাত গুলো নিচে উল্লেখ করা হলো
1. জীবন বীমার প্রিমিয়াম
2. সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের চাঁদা
3.স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা।
4. কল্যাণ তহবিল ও গোষ্ঠী তহবিলে চাঁদা
5.
সুপার অ্যানিমেশন ফান্ডে প্রদত্ত চাঁদা। যে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক
প্রতিষ্ঠান ডিপোজিট পেনশন স্কীম এ বাসিক সর্বোচ্চ 60 হাজার টাকা বিনিয়োগ।
6. সঞ্চয় পত্র ক্রয় বিনিয়োগ।
7. বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার স্টক মিচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার বিনিয়োগ।
8. বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডের বিনিয়োগ।
9. নির্দিষ্ট সীমার মধ্যে একটি কম্পিউটার ক্রয় 50000 বা একটি ল্যাপটপ ক্রয় 1 লক্ষ টাকা বিনিয়োগ।
10. জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে অনুদান।
11. যাকাত তহবিলে দান।
12. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতাল এ দান।
13. প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান।
14. মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান।
15. আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্কে দাম।
16. আহসানিয়া ক্যান্সার হাসপাতাল এ দান।
17. ICDDRB(international center for diarrhoea disease research Bangladesh.) তে প্রদত্ত দান
18. CRP (Center for the rehabilitation for paralyzed)
19. সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠানে দান।
20. এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এ দান
21. ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এ দান।
22. মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোন প্রতিষ্ঠানে অনুদান।
0 Response to "Investment for Tax Credit Time short কর রেয়াতযোগ্য বিনিয়োগ ও দানের খাত সমূহ"
একটি মন্তব্য পোস্ট করুন