Part-4 Differences Between VAT Act 1991 and VAT act 2012 মূল্য সংযোজন কর আইন- ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এর মধ্যে পার্থক্য
Part-4 Differences Between VAT Act 1991 and VAT act 2012/taxbd99.blogspot.com |
9. কর পরিশোধ পদ্ধতি
1. অগ্রীম পরিশোধ পদ্ধতি। করদাতাকে রেয়াত বা নগদ পরিশোধ করে চলতি হিসাব (মূসক-১৮) এ জমা রাখতে হয় এবং বিক্রির সময় তা হতে বিয়োগ করে সমন্বয় করতে হয়।
2. অনলাইনে কর পরিশোধের সুযোগ নেই।
3. প্রতি করমেয়াদে একাধিকবার কর পরিশোধের প্রয়োজন হতো
4. প্রদেয়, রেয়াত, ট্রেজারি জমা ও সমন্বয় সংক্রান্ত সকল তথ্য লিপিবদ্ধ করার জন্য চলতি হিসাব সংরক্ষণ করতে হতো
5. চলতি হিসাবে ধনাত্মক জের না থাকলে সরবরাহ প্রদান করা যেতো না
6. করদাতার টাকা সরকারের ঘরে আগাম জমা দিতে হতো
7. টার্নওভার করের হিসাব হতো বাৎসরিক ঘোষিত টার্নওভারের ওপর ৩% হারে গুণন করে। ঘোষিত টার্নওভারের ভিত্তিতে নির্ধারিত টার্নওভার কর বিভিন্ন করমেয়াদে জমা প্রদান করতেন।
1. বকেয়া পরিশোধ পদ্ধতি। করদাতাকে রেয়াত বা নগদ পরিশোধ করে চলতি হিসাব (মূসক-১৮) এ জমা রাখতে হয় না এবং বিক্রির সময় তা হতে বিয়োগ করে সমন্বয়ের ও সুযোগ নেই।
2. অনলাইনে কর পরিশোধের সুযোগ আছে।
3. প্রতি করমেয়াদের দাখিলপত্র জমার পূর্বে একার কর পরিশোধের প্রয়োজন
4. চলতি হিসাব নেই বিধায় প্রদেয়, রেয়াত, ট্রেজারি জমা ও সমন্বয় সংক্রান্ত সকল তথ্য লিপিবদ্ধ করার সুযোগ নেই
5. সরবরাহের সময় সরকারকে কোনো কর পরিশোধ করতে হবে না। করদাতা ক্রেতার নিকট হতে আদায় করে রেখে দিবেন এবং করমেয়াদ শেষে তার হিসাব করবেন।
6. আদায়কৃত মূসকের টাকা করদাতা পরবর্তী করমেয়াদের দাখিলপত্র জমার পূর্ব পর্যন্ত ব্যবহার করতে পারবেন
7. টার্নওভার করের হিসাব হবে প্রাত্যহিক বিক্রয়ের ভিত্তিতে। বাৎসরিক টার্নওভারের ভিত্তিতে তালিকাভুক্তি না নিবন্ধন তা নির্ধারিত হবে। ত্রৈমাসিক করমেয়াদে মোট বিক্রির ওপর ৩% হারে অন্তর্ভুক্ত হিসাবে টার্নওভার কর নির্ধারণ করতে হবে। তার ভিত্তিতে করমেয়াদ পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে কোষাগারে টাকা জমা দিয়ে দাখিলপত্র দাখিল করতে হবে।
3.
0 Response to "Part-4 Differences Between VAT Act 1991 and VAT act 2012 মূল্য সংযোজন কর আইন- ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এর মধ্যে পার্থক্য"
একটি মন্তব্য পোস্ট করুন