How to appeal Appellate Joint Commissioner/Commissioner (Appeal) কিভাবে আপীলাত যুগ্ম কমিশনার /কমিশনার ( আপীল )এর নিকট আপীল করবেন

 How to appeal the  Appellate Joint Commissioner/Commissioner (Appeal)
 How to appeal the  Appellate Joint Commissioner/Commissioner (Appeal)/taxbd99.blogspot.com



আপীলাত যুগ্ম কমিশনার /কমিশনার ( আপীল )এর নিকট আপীলের নিয়মাবলী:

১. আপীলের আবেদন অবশ্যই নিম্নবর্ণিত তারিখ হতে 45 দিনের মধ্যে করতে হবে:

ক) যদি কর নির্ধারণ বা জরিমানা আরোপের জন্য আপিল করা হয় তখন উপকর কমিশনার কর্তৃক আদেশ জারি তারিখ থেকে।
খ) উপরে বর্ণিত বিষয়ে ব্যতীত অন্যান্য ক্ষেত্রে উপকর কমিশনার কর্তৃক প্রদত্ত আদেশ করদাতাকে জ্ঞাপনের তারিখ থেকে।

২. আয়কর অধ্যাদেশ 1984 উন্নীত নির্ধারিত ফরমে এবং নির্ধারিত রূপে।



৩. দুইশত টাকা ফি যা চালানের মাধ্যমে জমা দিয়ে আপিল আবেদনের ফরম এর সাথে উক্ত চালানের কপি সংযুক্ত করতে হবে।

৪. আপেলের গ্রাউন্ডস অর্থাৎ কারণ সমূহ অবশ্যই লিখিত হবে

৫. উপকর কমিশনারের আদেশের প্রত্যায়িত কপি আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

৬. অর্থ আইন 2012 এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেনি এরূপ করদাতার ক্ষেত্রে আপিলাত কর কমিশনার বরাবর আয় কর দায়ের ক্ষেত্রে উপকর কমিশনার কর্তৃক আরোপিত আয়করের 10% আয়কর পরিশোধ করতে বাধ্য থাকবে।

We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to " How to appeal Appellate Joint Commissioner/Commissioner (Appeal) কিভাবে আপীলাত যুগ্ম কমিশনার /কমিশনার ( আপীল )এর নিকট আপীল করবেন"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel