who can sign income tax return আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারবেন
who can sign income tax return/taxbd99.blogspot.com |
আয়কর রিটার্ন কি স্বাক্ষর যুক্ত হতে হয় এবং আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারবেন
খ) প্রতিপাদিত এবং স্বাক্ষর যুক্ত হবে---
i) ব্যক্তিবিশেষের ক্ষেত্রে স্বয়ং ওই ব্যক্তি কর্তৃক যে ক্ষেত্রে ব্যক্তি বাংলাদেশের অনুপস্থিত সে ক্ষেত্রে ওই ব্যক্তির পক্ষে নিয়োজিত ও কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক এবং যে ক্ষেত্রে এরূপ ব্যক্তি মানসিকভাবে তার স্বাভাবিক কাজ চালাতে অক্ষম সে ক্ষেত্রে তার অভিভাবক কর্তৃক অথবা তার পক্ষে আইনত কার্যক্রম যে কোন ব্যক্তি কর্তৃক ;
ii) হিন্দু অবিভক্ত পরিবার এর ক্ষেত্রে কত্বা কর্তৃক এবং যে ক্ষেত্রে কতা বাংলাদেশ অনুপস্থিত অথবা মানসিকভাবে তার স্বাভাবিক কাজ চালাতে অক্ষম সে ক্ষেত্রে ওই পরিবারের অন্য কোন প্রাপ্তবয়স্ক সদস্য কর্তৃক।
iii) কোম্পানি অথবা স্থানীয় কর্তৃপক্ষের ক্ষেত্রে মুখ্য কর্মকর্তা কর্তৃক।
iv) ফার্মের ক্ষেত্রে নাবালক ব্যতীত যে কোন অংশীদার কর্তৃক
v) কোন অ্যাসোসিয়েশন এর ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের যে কোন সদস্য অথবা মূর্খ কর্মকর্তা কর্তৃক এবং
vi) অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে ওই ব্যক্তি কর্তৃক অথবা তার পক্ষে আইনত কাজ করতে সক্ষম ব্যক্তি কর্তৃক।
0 Response to "who can sign income tax return আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারবেন"
একটি মন্তব্য পোস্ট করুন