Notice of Advanced Income Tax for 2020-21 অগ্রিম আয়কর প্রদানের ১ম কিস্তির নোটিশ
Notice of Advanced Income Tax for 2020-21/taxbd99 |
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৬৪ ধারা মোতাবেক যে সকল করদাতার সর্বমেস নিরূপিত আয় ৬,০০,০০০/- টাকার উর্ধ্বে তাদের ক্ষেত্রে আয়কর প্রদানের বিধান রয়েছে। ২০২০-২১ কর বছরের প্রদেয় অগ্রিম করের ১ম কিস্তি প্রদানের সর্বশেষ তারিখ ১৫ই সেপ্টেম্ভর,২০১৯ ইং। অনেকের এর মধ্যে চিঠি চলে এসেছে।
Note:
নির্ধারিত তারিখের মধ্যে অগ্রিম কর পরিশোধ করা না হরে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা-১২৫ অনুসারে প্রদেয় করের সমপরিমাণ অংক জরিমানা এবং ধারা-৭৩ অনুসারে ১০% সরল সুদ আরোপ করার বিধান রয়েছে।
0 Response to "Notice of Advanced Income Tax for 2020-21 অগ্রিম আয়কর প্রদানের ১ম কিস্তির নোটিশ"
একটি মন্তব্য পোস্ট করুন