Paripatra 2020 Important Changes for Company পরিপত্র ২০২০ এ কোম্পানীর ক্ষেত্রে যে সকল পরিবর্তন হয়েছে
কোম্পানী করহার ২০২০-২১
1) পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি ( স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নয় এমন কোম্পানী (৩২.৫%)
2) পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি ( স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত এমন কোম্পানী (২৫%)
[তবে যদি এরূপ কোম্পানী যা পাবলিকলি ট্রেডেড নয় তার পরিশোধিত
মূলধনের ন্যূনতম ২০% শেয়ার Initial Public
Offering এর মাধ্যমে হস্তান্তর করে তাহরে এরুপ
কোম্পানী উক্ত হস্তান্তর সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়করের উপর ১০% হারে আয়কর রেয়াত লাভ
করবে।]
3) ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ (মার্চেন্ট ব্যাংক ব্য তীত) পাবলিকলি ট্রেডেড হলে। (৩৭.৫%)
4) পাবলিকলি
ট্রেডেড হলে না হলে (৪০ %)
5) মার্চেন্ট ব্যাংক ৩৭.৫%
5) সিগারেট, বিধি, জর্দা,গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানী ৪৫%
6) মোবাইল ফোন অপারেটর কোম্পানী ৪৫%
( শর্তাবলীঃ
1) যদি এরুপ কোনো কোম্পানি তার পরিশোধিত মুলধনের ন্যূনতম ১০% শেয়ার যার মধ্যে Pre initial Public offering Placement 5% এর অধিক হবে না, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হস্তান্তর
করে Publicly traded company তে রূপান্তিরত
করে তাহলে তার কর হার হবে 40%
’
2) এরুপ কোনো কোম্পানী যদি তার পরিশোধিত মূলধনের নূন্যতম ২০% শেয়ার initial Public offering এর মাধ্যমে হস্তান্তর করে তাহলে হস্তান্তর সংশ্লিষ্ট বছরে প্রযোজ্য আয়কর এর উপর 10% হারে কর রেয়াত পাবে।
7) কোম্পানী আইন 1994 (১৯৯৩ সনের ১৮নং আইন) এর অধিনে বাংলাদেশে নিবন্ধিত কোনো কোম্পানী অথবা আইন অনুযায়ী গঠিত সংবিধিবন্ধ কোনো প্রতিষ্ঠান হতে ১৪ আগষ্ট ১৯৪৭ এর পরে ইসূকৃত, প্রতিশ্রুত ও পরিশোধিত ডিভিডেন্ড আয়ের উপর বা বাংলাদেশে নিবন্ধিত নয় এরুপ বিদেশি কোম্পানির মুনাফা প্রত্যাবাসন যা Income tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1984) এর section 2 এর clause (26) (dd) অনুসারে লভ্যাংশ হিসেবে গণ্য তার উপর প্রযোজ্য কর। উক্ত আয়ের উপর 20%
ইনকাম ইয়ার
এর সংজ্ঞা 35 এর সংশোধনঃ
আয়কর অধ্যাদেশ.
১৯৮৪ এর ধারা ২ এর ক্লজ ৩৫ এর Income year এর সংজ্ঞাটি অর্থ আইন ২০২০ এর মাধ্যমে সংশোধন
করা হয়েছে। আয়বর্ষ (Income Year) সংজ্ঞায় অর্থ বছর ( Financial year) এর ধারণা সংস্পষ্ট ভাবে অন্তভূক্ত করা হয়েছে। এর মাধ্যমে কর
বছরের পূর্বের অর্থবছর কে আয়বছর হিসেবে অভিহিত করা হয়েছে।
১৯৮৪ এর ধারা ৩০ এর ক্লজ (কে) অনুযায়ী ঃ
কোম্পানী কর্তৃক ঘোষিত টার্নওভার এর (১.২৫% পরিমাণ অংশ বিদেশ ভ্রমন খরচ হিসেবে অনুমোদনযোগ্য সীমা নির্ধারণ রয়েছে। নতুন বিধান অনুযায়ী (০.৫০%) করা হয়েছে।
আয়কর অধ্যাদেশ ১০৮৪ এর নতুন ক্লজ (P) সংযোজন
এর মাধ্যমে ব্যবসার
টাণওভার এর (০.৫০%) শতাংশ Promotional
Exp. নির্ধারণ করা হয়েছে।
Promotional
Exp. বলতে ব্যবসা বা পেশার Promotion এর জন্য
যে কাউকে বস্তু, র্অথ বা অন্যকোনো প্রকারের প্রদানকৃত সুবিধা এর বিপরীতে ব্যবসায়িক
খরচ দাবি করা কে বুঝায়।
আয়কর অধ্যাদেশ
১৯৮৪ এর ধারা ৪৬বিবি এর সংশোধন
১ লা জুলাই,
২০১৯ হতে ৩০ জুন ২০২৪ সালের মধ্যে স্থাপিত (সম্পূর্ন ভাবে নির্মিত) বিদ্যমান শিল্প
খাতসমূহের অতিরিক্ত আরো সাতটি খাত সংযুক্ত করে
ভৌগোলিক অবস্আন ভেদে বিভিন্ন মেয়াদে কর অবকাশ সুবিধা প্রদান করা হয়েছে। সেসব
শর্ত অপরবর্তীত রয়েছে।
নিম্ন বর্নিত সাতটি শিল্প খাতসময় কর অবকাশ সুবিধা রয়েছেঃ
1) Electrical Transformer
2) Artificial fiber or manmade fiber manufacturing
3) Automobile parts and components manufacturing
4) Automation and Robotics design, manufacturing including parts and components thereof;
5) Artificial Intelligence based system design and or manufacturing;
6) Nanotechnology based products manufacturing
7) Aircraft heavy maintenance services including parts manufacturing;
আয়কর
অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১২৪ এর সংশোধন
আয়কর
অধ্যাদেশ ১৯৮৪ এর 103এ(2) মোতাবেক অনিবাসী বিমান-পরিবহন পরিচালনাকারীদের ত্রৈমাসিক রিটার্ণ দাখিলে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু
নিধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে বা আদৌ রিটাণ দাখিল না কররে উপকর কমিশনার
কর্তৃক জরিমানা আরোপের কোনো বিধান বিধ্যমান আইনে নেই। অর্থ আইন 2020 এর মাধ্যমে ১২৪ (২) সংশোধন এর মাধ্যমে
অনিবাসী বিমান-পরিবহন পরিচালনাকারীদের পক্ষে উপকর কমিশনার জরিমানা আরোপ করতে পারবেন
যদি রির্টাণ সাবমিট না করা হয়।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা 158 এর সংশোধন
বিদ্যমান আইনে আপীলাত ট্রাইব্যুনাল আপিল দায়েরের জন্য করদাতাকে
আপীল আদেশ অনুযায়ী নির্ধারিত কর এবং 74 ধারায় পরিশোধযোগ্য করের পার্থকের ১০% পরিশোধ
করতে হয়। করদাতার আবেদনের প্রেক্ষিতে কর কমিশনার
উক্ত পরিশোধযোগ্য অংক হ্রাস করতে পারেন। করদাতার আবেদনের প্রেক্ষিতে কর কমিশনার কত দিনের মধ্যে এতসংক্রান্ত আবেদন নিষ্পত্তি করবেন
এর কোনো সীমা নেই। এই আইনের মাধ্যমে তাই আনীত সংশোধনীর ফলে কর কমিশনারকে এরূপ আবেদনের
৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান করতে হবে।
অর্থ আইন
২০২০ এর ধারা ৫২ অনুযায়ী কর রেয়াত এবং করারোপ ঃ
অ) কর রেয়াত
কোনো প্রতিষ্ঠান
তার মোট জনবলের বেতন ও মজুরী প্রদান করা হয় এরুপ মোট জনবরের ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের
নিয়োগ প্রদান কররে উক্ত প্রতিষ্টান তার প্রদেয় করের ৫ শতাংশ কর রেয়াত পাবে।
এই অনুচ্ছেদের
আওতায় প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে বিবেচিত হলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা
আইন ২০১৩ এর ধারা ৩১ মোতাবেক প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত হতে হবে।
অ) করআরোপঃ
কোনো স্কুল,
কলেজ, বিশ্ববিদ্যালয় এনজিওতে সেবা গ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাস্থলে গম্যতার
ক্ষেত্রে এবং সেবা প্রদানে দেশে বলবৎ আইন বিধান অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা না রাখলে ২০২০ সালের ১লা জুলাই তারিকে আরম্ব
কর বৎসর হতে উক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫% অতিরিক্ত কর ধার্য করা হবে।
0 Response to "Paripatra 2020 Important Changes for Company পরিপত্র ২০২০ এ কোম্পানীর ক্ষেত্রে যে সকল পরিবর্তন হয়েছে"
একটি মন্তব্য পোস্ট করুন