Late VAT return submission procedure and Mushak 9.3 বিলম্বে ভ্যাট রিটার্ন দাখিল পদ্ধতি এবং মূসক ৯.৩ এক্সেল ফরমেট
বিলম্বে ভ্যাট রিটার্ন দাখিলপত্র পেশের পদ্ধতি
১) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কোন কর মেয়াদের দাখিলপত্র বিলম্বে পেশ করতে হলে তাহাকে যথাযথ কারণ উল্লেখ পূর্বক উক্ত কর মেয়অদ শেষ হওয়ার নূন্যতম ৭ দিন পূর্বে মূসক ৯.৩ এ কমিশনার বরাবর আবেদন করিতে হবে।
যদি দাখিলপত্র বিলম্বে দাখিল করা গৃহিত হইলে এবং কমিশনার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তাহা দাখিল করা হইলে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে ধারা ৮৫ এর উপ ধারা (১) এর দফা (চ) এর অধীন জরিমান প্রদান করিতে হইবে না;
তবে তাহাকে ধারা ১২৭ এর অধীন সূদ পরিশোধ করিতে হইবে।
যদি বিলম্বে দাখিলপত্র কমিশনারের পূর্বানুমোদন গ্রহণ না করিলে তাহাকে -
ধারা ৮৫ এর উপ ধারা (১) এর দফা (চ) এর অধীন জরিমান প্রদান করিতে হইবে ;
তবে তাহাকে ধারা ১২৭ এর অধীন সূদ পরিশোধ করিতে হইবে।
কিভাবে ও কি ফরমে আবেদন করবেন?
ভ্যাট রির্টান বিলম্বে জমা প্রদানের জন্য মূসক ৯.৩ ব্যবহার করা হয় নিম্নে আপনাদের জন্য এই ফরম এর এক্সেল কপি দেওয়া হলঃ
Download: Mushak 9.3 Excel format
AND
ALSO NEED ALL MUSHAK FORMS PLEASE VISIT :Mushak forms Excel format
0 Response to "Late VAT return submission procedure and Mushak 9.3 বিলম্বে ভ্যাট রিটার্ন দাখিল পদ্ধতি এবং মূসক ৯.৩ এক্সেল ফরমেট"
একটি মন্তব্য পোস্ট করুন