Withholding Taxes Return 75A Excel format উৎসে করের রিটার্ণ ৭৫এ এক্সেল ও ওয়ার্ড ফরমেট
উৎসে করের রিটার্ন দাখিল ঃ
অর্থ আইন 2016/19 এর মাধ্যমে পরিবর্তিত বিধানমতে কোম্পানী, সমবায় সমিতি এবং এনজিওর পাশাপাশী মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির লইসেন্সপ্রাপ্ত মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিস্টক সেন্টার, ফার্ম, অথবা ব্যক্তি সংঘ এর জন্যে উৎস কর রিটার্ণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
উৎস করের রিটার্ণ বিধি দ্বারা নির্ধারিত ফরমে প্রযোজ্য সকল বিবরণ ও তথ্য সন্নিবেশ করে দাখিল করতে হবে।
রিটাণের সাথে প্রযোজ্য সকল তফসিল, বিবরণী, হিসাব, সংযোজনী ও দলিলাদি দাখিল করতে হবে। কোম্পানির ক্ষেত্রে প্রধান কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি রিটার্ণে স্বাক্ষার ও সত্য প্রতিপাদন করবেন।
এই রিটার্ন কখন প্রদান করবেনঃ
উৎসে করের রিটার্ণ প্রতি অর্থ বছরের জন্য দুইটি রিটার্ন দাখিল করতে হবে।
এখানে ১মটি হচ্ছে সময় কাল ১লা জুলাই-থেকে ৩১ ডিসেম্বার
রিটার্ন দাখিলের শেষ তারিখ: একই অর্থ বছরের ৩১শে জানুয়ারী
এখানে ২য়টি হচ্ছে সময় কাল ১লা জানুয়ারী-থেকে ৩০ শে জুন।
রিটার্ন দাখিলের শেষ তারিখ: একই অর্থ বছরের ৩১শে জুলাই।
পরিপত্র ২০২০-২১
পরিপত্র ২০২০-২১ এ দুইটি পরিবর্তন এসেছে েএই উইথহোল্ডিং রিটার্ণের ক্ষেত্রে
01. অর্থ আইন 2020 এ উৎসে কর কর্তৃনের রিটার্ণে আরো কিছু প্রতিষ্ঠান যুক্ত করেছে
যাহ
ক) বিশ্ববিদ্যালয়
খ) আন্তজাতিক পাঠ্যক্রম মেনে শিক্ষাদানকারী ইংরেজি মাধ্যম বিদ্যালয়
গ) আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম সত্ত্বা এবং
ঘ) স্থানীয় কর্তৃপক্ষ
সুতরাং জাতীয় রাজস্ব বোর্ড উইথহোল্ডিং রিটার্ন নিয়ে খুবই তড়িগড়ি করতেছে।
নিম্নে আপনাদের জন্য উৎসে করের রিটার্নটি দেওয়া হল এক্সেল ফরমেটঃ
3RD ONE
Download: Withholding Taxes Return 75A
0 Response to "Withholding Taxes Return 75A Excel format উৎসে করের রিটার্ণ ৭৫এ এক্সেল ও ওয়ার্ড ফরমেট"
একটি মন্তব্য পোস্ট করুন