VAT Rules for submission of revised VAT Return and Mushak forms 9.4 ভ্যাট আইনে সংশোধিত দাখিলপত্র পেশের নিয়ম ও মূসক ৯.৪
ভ্যাট আইনে দাখিলপত্র সংশোধনঃ
কোন করদাতা কর্তৃক মুল্য সংযোজন কর অথবা টার্ণওভার কর দাখিলপত্র পেশ করিবার পর পেশকৃত দাখিলপত্রে নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশোধন করা যাবে।
১. কোনো করণিক ভুল থাকিলে;
২. কোনো হিসাবের ভুল সংক্রান্ত কারনে কম বা বেশি পরিশোধিত হইলে।
৩. বা জালিয়াতি ব্যতীত অন্যকেনি ধরনের ভুল সম্পাদিত হইলে।
কিভাবে এবং কোন ফরমে আবেদন করবেনঃ
অনলাইনে সংশ্লিষ্ট করমেয়াদের দাখিলপত্রের মাধ্যমে বা
মূসক ৯.৪ এর মাধ্যমে কমিশানার বরাবর আবেদন করিতে হইবে।
নিম্নে আপনাদের জন্য মূসক ৯.৪ এর এক্সেল ফরমেট দেওয়া হলঃ
ডাউনলোড : Mushak 9.4 Excel format
d
0 Response to "VAT Rules for submission of revised VAT Return and Mushak forms 9.4 ভ্যাট আইনে সংশোধিত দাখিলপত্র পেশের নিয়ম ও মূসক ৯.৪"
একটি মন্তব্য পোস্ট করুন