VAT Rules for submission of revised VAT Return and Mushak forms 9.4 ভ্যাট আইনে সংশোধিত দাখিলপত্র পেশের নিয়ম ও মূসক ৯.৪

ভ্যাট আইনে সংশোধিত দাখিলপত্র  পেশের নিয়ম ও মূসক ৯.৪
ভ্যাট আইনে দাখিলপত্র সংশোধনঃ 

কোন করদাতা কর্তৃক মুল্য সংযোজন কর অথবা টার্ণওভার কর দাখিলপত্র পেশ করিবার পর পেশকৃত দাখিলপত্রে নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশোধন করা যাবে।

 ১. কোনো করণিক ভুল থাকিলে;

 ২. কোনো হিসাবের ভুল সংক্রান্ত কারনে কম বা বেশি পরিশোধিত হইলে। 

৩. বা জালিয়াতি ব্যতীত অন্যকেনি ধরনের    ভুল সম্পাদিত হইলে। 


 কিভাবে এবং কোন ফরমে আবেদন করবেনঃ 

অনলাইনে সংশ্লিষ্ট করমেয়াদের দাখিলপত্রের মাধ্যমে বা মূসক ৯.৪ এর মাধ্যমে কমিশানার বরাবর আবেদন করিতে হইবে।

নিম্নে আপনাদের জন্য মূসক ৯.৪ এর এক্সেল ফরমেট দেওয়া হলঃ

Rules for submission of revised filing under VAT Act and VAT 9.4 ভ্যাট আইনে সংশোধিত দাখিলপত্র  পেশের নিয়ম ও মূসক ৯.৪



ডাউনলোড : Mushak 9.4 Excel format


d
We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "VAT Rules for submission of revised VAT Return and Mushak forms 9.4 ভ্যাট আইনে সংশোধিত দাখিলপত্র পেশের নিয়ম ও মূসক ৯.৪"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel