Last Preparation of Income Tax Return 2020-21 ৩০শে নভেম্বর তো চলে আসলো
দেখতে দেখতে আয়কর জমা দেওয়ার শেষ সময় চলে আসল।
তবে ৩০শে নভেম্বর 2020 এর পরে দিতে পারেন তবে তাহার জন্য আপনাকে ২% করে জরিমানা দিতে হবে।
যাহারা এখনো আয়করের ফাইল জমা দেওয়া হয়নি তাহাদের জন্য নিম্নে আয়কর রিটার্ণ এর এক্সেল ফরমেট টি দেওয়া হল যাহাতে আপনি খুব সহজে আয়কর হিসাব করে নিভুল ভাবে জমা দিতে পারেন
ব্যক্তি, ফার্ম ও কোম্পানী আয়করের রিটার্ন ডাউনলোড করুন:আয়কর ফরম এক্সেল
তবে চেষ্টা করুন একজন ভাল আয়কর প্রেকটিশনার এর মাধ্যমে আপনার রিটার্নটি সঠিক ভাবে পুরুন করতে কারণ একজন প্রেকটিশনার এই পরিবতীত আইন সম্পকে ভাল জ্ঞান রয়েছে।
এছাড়া অনেক সিনিয়র এর ফাইল বা যাহারা এখনো অন্য কোন সমস্যা কারণে 30শে নভেম্বর এর মধ্যে জমা দিতে না পারলে তাহলে এখনই নিম্নক্তো ফরমে আবেদন করতে পারেন
নিম্নে ফরমটি দেওয়া হল
এই ফরমটি স্কিনশট
এখানে ২টি কপি থাকবে যেখানে একটি করদাতাকে ফেরত দিবে এবং অন্যটি ট্যাক্স অফিস জমা রাখবে
ডাউনলোড: Time_extension.docx
0 Response to "Last Preparation of Income Tax Return 2020-21 ৩০শে নভেম্বর তো চলে আসলো "
একটি মন্তব্য পোস্ট করুন