Penalty for non-deduction VDS at source উৎসে ভ্যাট কর্তন না করলে কি হবে?

Penalty for non-deduction of VDS at source উৎসে ভ্যাট কর্তন না করলে কি হবে?



উৎসে ভ্যাট কর্তন না করলে কি হবে?

ক) আইনের ধারা ৪৯ এর উপ-ধারা (৪) অনুসারে, উৎসে ভ্যাট কর্তন করা এবং কর্তিত ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উৎসে কর্তনকারী সত্তা এবং সরবরাহকারী উভয় যৌথভাবে এবং পৃথকভাবে দায়ী থাকবেন।

খ) ধারা ৮৫ এর উপ-ধারা (1) এর দফা ( ঞ) অনুসারে, উৎসে কর কর্তন সনদপত্র জারী করা না হলে 10000 হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। উল্লেখ্যে এ্ দশ হাজার টাকা জরিমান হলো শুধুমাত্র উৎসে কর কর্তন সনদপত্র জারি না করার কারণে জরিমানা। ভ্যাট ফাঁকির জন্য আলাদা জরিমানা হবে। >



গ) আইনের ধারা ১১১ অনুসারে জাল বা ভূঁয়া উৎসে কর কর্তন সনদপত্র তৈরী বা ব্যবহার করা হলে তা হবে একটি অপরাধ যা ধারা 114 অনুসারে প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বিচার করবেন। এরুপ অপরাধের ক্ষেত্রে অনুর্ধ্ব 1 বছর কারাদন্ড বা প্রদেয় করের সমপরিমাণ অর্থদন্ড দন্ডিত বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।



এস আর.ও নং-১৪৯-আইন/২০১০/১১০-মূসক, তারিখ ১১জুন, ২০২০ খ্রিঃ 

এর অনুচ্ছেদ ৮ এ সুদ, দন্ড ইত্যাদি সংক্রান্ত বিধান বর্ণিত রয়েছে। উল্লেখ্য ধারা ১২৭(১) এর শতাংশ মোতাবেক উৎসে ভ্যাট কর্তন জনিত বকেয়া আদায়ের ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণের ওপর ষান্মাসিক 2 শতাংশ সরল সুদ পরিশোধ করতে হবে। আইনের ধারা 85 এর উপ-ধারা (১ক) এর দফা (আ) অনুসারে, উৎসে ভ্যাট কর্তিত ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান করা না হলে কর্তন কারী ব্যক্তি, জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কমকর্তাকে ভ্যাট কমিশানার ২৫০০০ টাকা ব্যক্তিগত জরিমানা আরোপ করতে পারবেন



যে সব প্রতিষ্ঠান উৎসে ভ্যাট কতন করবে:

1) কোন সরকারী সত্তা

2) এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজ সেবা অধিদপ্তর কতৃক অনুমোদিত কোন বেসরকারী প্রতিষ্ঠান

3) কোন ব্যাংক, বীমা কোম্পানী বা অনুরুপ আথিক প্রতিষ্ঠান

4) কোনো মাধ্যমিক বা সম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান

5) কোন লিঃ কোম্পানী
We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "Penalty for non-deduction VDS at source উৎসে ভ্যাট কর্তন না করলে কি হবে?"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel