In that case VAT not deducted at source যেই সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না

 

In all cases VAT should not be deducted at source যেই সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না


যেই সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে নাঃ

১) সরবরাহকারী ১৫ (পনের) শতাংশ হারে মূসক আরোপিত রহিয়াছে এইরুপ কোনো পণ্য উক্ত হার উল্লেখপূর্বক ফরম মূসক ৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।

 

২) অনুচ্ছেদ-৩ এ বণিত টেবিলে উল্লিখিত সেবা ব্যতীত কোনো সরবরাহকারী ১৫ (পনের) শতাংশ হারে মূসক আরোপিত রহিয়াছে এইরুপ কোনো সেবা, উক্ত হারে উল্লেখপূবক ফরম মূসক ৬.৩ (কর চালানপত্র) এর মাধ্যমে সরবরাহ করিলে সেই ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।

 

৩) জ্বালানী তেল গ্যাস, গ্যাস, পানি (ওয়াসা), বিদ্যুৎ টেলিফোন, মোবাইল ফোন পরিসেবার বিল পরিশোধের ক্ষেত্রে উৎসে মূসক কতন করিতে হইবে না।

৪) আইনের প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহের ক্ষেত্রে উৎসে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।

 

৫) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক  আইন, ২০১২ এর ধারা ২১ এর আওতায় শূন্যহার বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না।


We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "In that case VAT not deducted at source যেই সব ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করিতে হইবে না"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel