Reduction of income tax liability আয়কর দায় হ্রাস কিভাবে করবেন?
আরেকটি আয়কর বছর শেষ হওয়ার পথে অথ্যাৎ 2021-22 আয়করবর্ষ ১লা জুলাই,2021 থেকে শরু হবে। তবে অনেক সম্মানিত করদাতাগণ এখনো বাৎসরিক আয়কর জমাদান নিয়ে কোন চিন্তা ভাবনা নাই। কারণ এটা জমা দেওয়ার সময় তো আছে।
কিন্তু যখন আয়কর গণনা শুরু তখন আয়কর বৃদ্ধি পেলে অনেকে বলে এত কর তো জমা দিতে পারবোনা ইত্যাদি অভিযোগ। এছাড়া প্রয়োজনী কাগজপত্র জমা দিতে পারে না।
তাই সকল সম্মানিত করদাতাগণ এখনই যে সকল বিনিয়োগে কর রেয়াত পাওয়া যায় সে গুলোর প্রিমিয়াম জমা দিয়ে দেন 30শে জুন এর মধ্যে এবং সকল বিনিয়োগ, উৎসে করের প্রয়োজনীয় কাগজপত্র, আয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন এখনই। তাহলে সম্মানিত করদাতাগন প্রত্যেক বৎসর যে আয়কর প্রদানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জামেলা থেকে মুক্ত থাকবেন।
0 Response to "Reduction of income tax liability আয়কর দায় হ্রাস কিভাবে করবেন?"
একটি মন্তব্য পোস্ট করুন