New Circular of Mushak Adviser 2022 মূসক পরামর্শক নতুন সার্কুলার ও আবেদন প্রক্রিয়া

New Circular of Mushak Adviser  2022 মূসক পরামর্শক নতুন সার্কুলার ও আবেদন প্রক্রিয়া


 ২৪/১০/২০২২ তারিখে আবার নতুন করে মূসক পরমর্শক আইন অনুযায়ী নতুন ভাবে আবেদন প্রকাশ করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েব সাইটে।

নিচে আপনাদের জন্য সার্কুলার ও আবেদন এর প্রক্রিয়া দেওয়া হল

***সাকুলার




New Circular of Mushak Adviser  2022 মূসক পরামর্শক নতুন সার্কুলার ও আবেদন প্রক্রিয়া





#ভ্যাট_কনসালটেন্ট_লাইসেন্স_প্রাপ্তির_জন্য_আবেদন_প্রক্রিয়া

★প্রয়োজনীয় ডকুমেন্টস:
-SSC বা সমমানের সার্টিফিকেট
-পাসপোর্ট সাইজ ফটো
-সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
-জাতীয় পরিচয়পত্র
-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির অনুকূলে tk. 5000 পে-অর্ডারের নম্বর, তারিখ, ব্যাংকের নাম ও শাখা।

*আবেদন প্রক্রিয়া:

প্রথমে vat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করলে ডানপাশে উপরে করদাতার নাম সম্বলিত একটি অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে করদাতার মূল অনলাইন সার্ভিসে নিয়ে যাবে। এখানে ৬ টি বক্স দেখা যাবে, যার মধ্যে দ্বিতীয় বা Forms অপশনটি ক্লিক করতে হবে। এরপর Add form অপশন পাওয়া যাবে। এড ফর্মে ক্লিক করলে অনেকগুলো ফর্মের অপশন আসবে। এগুলোর মধ্যে Mushak-18.1 Application for VAT Consultant License অপশনটিতে ক্লিক করতে হবে। এখন মুল ফর্মটি পাওয়া যাবে।

*ফর্মের প্রথম সেকশনে করদাতার BIN, TIN, Name, Address, Cell phone No, E-mail Address ইনপুট দিতে হবে।

*দ্বিতীয় সেকশনে ডিগ্রির নাম, পাশের সন, প্রতিষ্ঠানের নাম, গ্রেড/ক্লাস ইত্যাদি তথ্য ইনপুট দিতে হবে।

*তৃতীয় সেকশনে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর ঘরগুলোতে টিক চিহ্ন দিতে হবে। এরপর উপরিউক্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড দিতে হবে। প্রতিটি ডকুমেন্টস DOC, DOCX, XLS, XLSX, TXT, JPG, PNG এবং PDF এর মধ্যে যে কোন ফরমেটে আপলোড করতে পারবেন। কোনো স্ক্যান কপি 4MB এর বেশি হলে ইনপুট নেবে না।

আপনার আবেদন টি সফলভাবে সাবমিট করা হলে ভ্যাট অনলাইন সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-মেইল আসবে আপনার মেইলে।

সাবধানতা: অনেকে লগইন করে ১৮.১ ফর্ম পাচ্ছেন না, সেক্ষেত্রে অপেক্ষা করা যেতে পারে। অনেকে ফর্ম পূরন করে ড্রাফট করে রাখছেন কিন্তু পরবর্তীতে পাচ্ছেন না, এক্ষেত্রে ফর্ম পূরন করে চেক অপশনে ক্লিক করে Error না থাকলে একবারে সাবমিট করা যেতে পারে।


হার্ডকপি পাঠানোর জন্য মূসক 18.1 এর ফরম https://taxbd99Mushak-18.1-Word-format

We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "New Circular of Mushak Adviser 2022 মূসক পরামর্শক নতুন সার্কুলার ও আবেদন প্রক্রিয়া"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel