Definition of VAT মূল্য সংযোজন করের সংজ্ঞা (মুসক) বিধিমালার আওতায় Part-02
Definition of VAT মূল্য সংযোজন করের সংজ্ঞা (মুসক) বিধিমালার আওতায় Part-02/taxbd99.blogpsot.com |
(ক) "আইন" অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন);
(খ) "আমদানি মূল্য" অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর section 25 ও 25Aঅনুযায়ী নিরূপিত মূল্য;
(গ) "টার্নওভার কর সনদপত্র" অর্থ ধারা ১০ এর উপ-ধারা (২), বা ধারা ১২ এর অধীন কোনো তালিকাভুক্ত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারিকৃত টার্নওভার কর সনদপত্র;
(ঘ) "তালিকাভুক্ত ব্যক্তি" অর্থ ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত ব্যক্তি;
(ঙ) "ধারা" অর্থ আইনের ধারা;
(চ) "পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তি" অর্থ আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত দুই জন ব্যক্তি যাহাদের মধ্যে একই মালিকানার শেয়ারের পরিমাণ ন্যূনতম ৫০ (পঞ্চাশ) শতাংশ;
(ছ) "প্রতিনিধি" অর্থ কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির পক্ষে আইনের অধীন যেকোনো কার্য সম্পাদনের লক্ষ্যে করদাতা কর্তৃক যথাযথ পদ্ধতিতে মনোনীত কোনো প্রতিনিধি;
(জ) "ফরম" অর্থ এই বিধিমালার সহিত সংযোজিত যে কোনো ফরম;
(ঝ) "বন্ডেড ওয়্যারহাউস" এবং "স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস" অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর Chapter XI এ বর্ণিত, যথাক্রমে, bonded warehouse এবং special bonded warehouse;
(ট) "বিল অব এক্সপোর্ট" অর্থ Customs Act, 1969 (IV of 1969) এর section 131 এর অধীন দাখিলকৃত বিল অব এক্সপোর্ট;
(ঠ) "বোর্ড" অর্থ National Board of Revenue Order, 1972 (President Order 76 of 1972 এর অধীন গঠিত জাতীয় রাজস্ব বোর্ড;
(ড) "ব্যক্তি" অর্থ ধারা ২ এর দফা (৭৪) এ সংজ্ঞায়িত কোনো ব্যক্তি;
(ঢ) "ব্যাংক হিসাব" অর্থ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক যেকোনো ব্যাংকের সহিত পরিচালিত হিসাব যাহা কমিশনারকে অবহিত করা হইয়াছে এবং উহা কমিশনার কর্তৃক মূসক কম্পিউটার সিস্টেমে ধারণ করা হইয়াছে;
(ণ) "মূসক আইন" অর্থ ধারা ১৩৭ এর অধীন রহিত মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন); (ত) "মূসক এজেন্ট" অর্থ অনাবাসিক ব্যক্তি কর্তৃক তাহার পক্ষে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষের সহিত কার্য সম্পাদনের লক্ষ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;
(থ) "মূসক নিবন্ধন সনদপত্র" অর্থ ধারা ৬ এর উপ-ধারা (২), ধারা ৮ এর উপ-ধারা (২) বা ধারা ১২ এর অধীন কোনো নিবন্ধিত ব্যক্তির অনুকূলে কমিশনার কর্তৃক জারিকৃত মূল্য সংযোজন কর নিবন্ধন সনদপত্র;
(দ) "হিসাব রক্ষণ কর্মকর্তা" অর্থ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা।
এই বিধিমালায় ব্যবহৃত হইয়াছে কিন্তু সংজ্ঞা প্রদান করা হয় নাই এইরূপ শব্দ বা অভিব্যক্তি আইনে যে সংজ্ঞা প্রদান করা হইয়াছে সেই একই অর্থে ব্যবহৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
0 Response to "Definition of VAT মূল্য সংযোজন করের সংজ্ঞা (মুসক) বিধিমালার আওতায় Part-02"
একটি মন্তব্য পোস্ট করুন