Different of VAT Act 1991 and 2012 মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর মধ্যে পার্থক্য

Different of VAT Act 1991 and 2012 মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর মধ্যে পার্থক্য
vat act/taxbd99.blogspot.com

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর মধ্যে পার্থক্য

NOTE: 
এখানে আপনাদের জন্য টোটাল ১০টির মধ্যে ৪টির পার্থক্য দেওয়া হল বাকি ৬টি পার্থক্য পরে দেওয়া হবে। 
ধন্যবাদ

*** আইনের কাঠামোগত পার্থক্য

a) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১
1. আইনটি অসংগঠিত
2. আইনে বিভিন্ন বিধান সাজানো নেই
3.বর্তমান ব্যবসায়ের অনেক বিষয় আইনটি ধারণ করতে পারে না
4. ৩টি তফসিল রয়েছে
5.তফসিলগুলো এইচএস কোড ভিত্তিক



b) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ 
1. আইনটি বিষয়ভিত্তিক অধ্যায়ে সংগঠিত
2. বিভিন্ন বিধান সাজানো
3.বর্তমান ব্যবসায়ের প্রায় সব বিষয় আইনটিতে ধারণের চেষ্টা করা হয়েছে
4. ২টি তফসিল রয়েছে
5. তফসিলগুলো সরবরাহের প্রকৃতি-ভিত্তিক
মন্তব্য: নতুন আইনটি সহজে পাঠযোগ্য ও অধিক বোধগম্য হয়েছে

*** মূল্য সংযোজন কর আরোপ সংক্রান্ত পার্থক্য
a) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১
1. আমদানি পর্যায় 
2. উৎপাদন পর্যায় 
3.সেবা পর্যায়, ও ব্যবসায় পর্যায়।
b) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ 

1.আমদানি
2. সরবরাহ
মন্তব্য: করের পরিধি ব্যাপকতর হয়েছে, সেবার সংজ্ঞা ও কর আরোপের বিভিন্ন পর্যায় সংক্রান্ত জটিলাতা দূর হয়েছে।


*** কর আরোপের জন্য টার্নওভারসীমা
a) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১
1.শুধু ১টি সীমা, ৮০ লক্ষ টাকার নিবন্ধনসীমা
2. ৮০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভারযুক্ত সকল প্রতিষ্ঠানকে টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হতে হতো। ফলে ছোট      প্রতিষ্ঠানকেও টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত হয়ে ৩% টার্নওভার কর পরিশোধ করতে হতো।
3. টার্নওভার নির্বিশেষে সকল প্রতিষ্ঠানকেই কর দিতে হতো।
4. ৮০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির সুযোগ দেয়া হলেও এসআরও দিয়ে আবার অধিকাংশ প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় নিয়ে আসার সুযোগ ছিল।

b) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২
1. ২টি সীমা। ৩০ লক্ষ টাকার টার্নওভার কর তালিকাভুক্তিসীমা ও ৮০ লক্ষ টাকার নিবন্ধন সীমা
2. ৩০ লক্ষের ওপর কিন্তু ৮০ লক্ষ টাকা পর্যন্ত টার্নভার বিশিষ্ট ব্যবসায়ের ক্ষেত্রে ৩% টার্নওভার কর প্রযোজ্য। ৩০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার বিশিষ্ট যেকোনো ব্যবসায়ের ক্ষেত্রে (সম্পূরক শুল্টক আরোপযোগ্য ব্যবসায় ব্যতীত) কোনো কর প্রযোজ্য হবে না।
3. ছোট-ছোট প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হবে না। মাঝারি প্রতিষ্ঠানকে ৩% টার্নওভার কর দিতে হবে।
4. এ রকম এসআরও জারির ক্ষমতা বোর্ড বা সরকারের নেই। ফলে তালিকাভুক্তির ক্ষেত্রে এমন শর্ত আরোপের সুযোগ নেই।
মন্তব্য: ২টি সীমা থাকায় ছোট ছোট ব্যবসায়ীকে বিশেষত যে সকল ক্ষুদ্র প্রতিষ্ঠান প্যাকেজ ভ্যাটের আওতায় নিবন্ধিত ছিলেন তাদের আর করের আওতায় থাকতে হবে না। এখানে ছোট ছোট বলতে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারকে বোঝানো হয়েছে


***কর হার
a) মূল্য সংযোজন কর আইন, ১৯৯১
1. আদর্শ হার ১৫%
2.রপ্তানি ০%
3. সংকুচিত ভিত্তিমূল্য ভিত্তিক কতিপয় সেবার হার: ১.৫% হতে ৯% পর্যন্ত
4. বহু হার বিশিষ্ট মূসক ব্যবস্থা বিধায় মূসক চেইন পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয় না এবং করের পৌনঃপুনিকতা থাকে।
5. সংকুচিত ভিত্তিমূল্যেে ক্ষেত্রে আপাতদৃষ্টিতে কর হার কম বিধায় কম কর পরিশোধ করতে হয় মনে হলেও প্রকৃত পক্ষে রেয়াত না থাকায় একটি সরবরাহ চক্রে প্রকৃত নীট করের পরিমাণ সর্বশেষ ভোক্তার ক্রয় মূল্যের ১৫% এর চেয়ে অনেক বেশি হয়।



b) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২
1. আদর্শ হার ১৫%
2.রপ্তানি ০%
3. কোনো সংকুচিত ভিত্তিমূল্য ভিত্তিক হার নেই।
4. একক হার বিশিষ্ট মূসক ব্যবস্থা বিধায় মূসক চেইন পূর্ণাঙ্গ বাস্তবায়িত হবে এবং করের পৌনঃপুনিকতা থাকবে না।
5. আপাতদৃষ্টিতে কর হার ১৫% বিধায় বেশি কর পরিশোধ করতে হবে মনে হলেও প্রকৃত পক্ষে রেয়াত থাকায় একটি সরবরাহ চক্রে প্রকৃত নীট করের পরিমাণ সর্বশেষ ভোক্তার ক্রয় মূল্যের ১৫% (অন্তর্ভুক্ত হিসেবে) এর সমান হবে।


We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "Different of VAT Act 1991 and 2012 মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর মধ্যে পার্থক্য"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel