Jurisdiction of Tax Zone-2, Dhaka আয়কর অঞ্চল-২, ঢাকা এর অধিক্ষেত্র

Jurisdiction of Tax Zone-01, Chittagong কর অঞ্চল-০১, চট্টগ্রাম, আয়কর অধীক্ষেত্র ও সার্কেল সমূহ





Address of Dhaka taxes Zone-02

কর কমিশনারের কার্যালয়
কর অঞ্চল-২, ঢাকা
2nd 12-Storied Govt. Building (level-2) Dhaka-1000
02-8360845
ইমেইল : taxzone2@yahoo.com

Facebook Address: https://www.facebook.com/taxeszone2dhaka/


কর অঞ্চল-২, ঢাকা এর আওতায় ২২টি উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। অতিরিক্ত কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জ এবং যুগ্ম কর কমিশনারের পরিচালনায় ২টি রেঞ্জ সর্বমোট ৪টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রম তদারক করে থাকে। কর কমিশনারের কার্যালয় এ সকল কার্যালয়ের কার্যক্রম নিয়ন্ত্রন করে থাকে। সম্মানিত করদাতাগণের সুবিধার্থে এই কর অঞ্চলের বিভিন্ন কার্যালয়ের কার্যক্রম ও অধিক্ষেত্র সম্পর্কিত তথ্যাবলী নিম্নে প্রকাশ করা হলো :

সার্কেল ও অধিক্ষেত্র সমূহ দেওয়া হল:

  Circle-23 (Company)
ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত লিমিটেড কোম্পানী যাদের নাম ইংরেজী বর্ণমালার ' Sa, Sd, Sj, Sr Ss, Sw ' দ্বারা শুরু এবং উহাদের পরিচালকদের কর মামলাসমূহ। * পর্যায় নির্বিশেষে ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত গার্মেন্টস কোম্পানী যাদের নাম ইংরেজী বর্ণমালার "Sa, Sb, Sc, Sd' দ্বারা শুরু এবং উহাদের পরিচালকদের কর মামলাসমূহ(এলটিইউ-তে ন্যস্তকৃত কর মামলাসমূহ ব্যতীত)।



Circle-24 (Company)
যে সমস্ত কোম্পানীর নাম Se, So, Sq & Su দ্বারা শুরু এবং উহাদের পরিচালকগণ, * সিমেন্স বাংলাদেশ লিঃ * Sh, Sk, Sl দ্বারা শুরু গার্মেন্টস কোম্পানী (এলটিইউ তে ন্যস্তকৃত কর মামলা সমূহ ব্যতীত) এবং উহার পরিচালকগণের আয়কর নথি।

Circle-25 (Company)
১) ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত লিমিটেড কোম্পানী যাদের নাম ইংরেজী বর্ণমালায় 'S' দিয়ে শুরু এবং পরবর্তী বর্ণ 'C', 'K', 'M', 'P', 'X', 'Y', 'Z' এবং উহাদের পরিচালকবৃন্দের কর মামলা সমূহ ( গার্মেন্টস কোম্পানী এবং এল.টি.ইউ তে ন্যস্তকৃত কর মামলা সমূহ ব্যতীত)। ২) ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত লিমিডেট কোম্পানী যাদের নাম ইংরেজী বর্ণমালায় 'S' দিয়ে শুরু তারপর পুরা থেমে যায় (full stop) এবং তার পরবর্তী যে কোন অক্ষর সম্বলিত সকল কোম্পানী এবং তাদের পরিচালকবৃন্দের কর মামলা সমূহ। যেমন- এস. আলম কোম্পানী লিঃ, এস. জামান এন্ড কোম্পানী লিঃ ইত্যাদি। ৩) পর্যায়ে নির্বিশেষে ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত সকল গার্মেন্টস কোম্পানী যাদের নাম ইংরেজী বর্ণমালার 'S' দিয়ে শুরু এবং পরবর্তী বর্ণ 'E', 'F', 'G', 'I', 'J', I 'M', এবং উহাদের পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এল.টি.ইউ) তে ন্যস্তকৃত কর মামলা সমূহ ব্যতীত।

Circle-26
ঢাকা সিটি কর্পোরেশনের ৭২ নং ওয়ার্ডের নিম্নলিখিত এলাকার কর মামলা সমূহ : ১) আশেক লেন, ২) হরি প্রসন্ন মিত্র রোড, ৩) উচ্ছব পোদ্দার লেন, ৪) প্রসন্ন পোদ্দার লেন, ৫) বাঁশি চরন সেন পোদ্দার লেন, ৬) ইসলামপুর (হোল্ডিং-৫৩-১৭/২/৩)


Circle-27

১। আরমানিয়ান স্ট্রীট। ২। নাবালক মিয়া লেন। ৩। আবুল খায়রাত রোড। ৪। বেচারাম দেউরী। ৫। কেদারনাথ দে লেন। ৬। সৈয়দ আওলাদ হোসেন লেন। ৭। আগা নবাব দেউরী। ৮। হাফিজউল্লাহ রোড। ৯। গোলাম মোস্তফা লেন। ১০। আলী হোসেন খান রোড।

Circle-28

(১) বংশাল রোড ১০৯ হইতে ২০৪/১ পর্যন্ত, (২) আলী নকীর দেউরী (৩) আব্দুল হাদী লেন (৪) নবাব কাটরা (৫) চানখার পুল (৬) আকমল খান রোড (৭) রাধিকা মোহন বসাক লেন (৮) রাখাল চন্দ্র বসাক লেন।


Circle-29 (Company)

ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয়ে অবস্থিত লিমিটেড কোম্পানী যাদের নাম ইংরেজী বর্ণমালার 'S' দিয়ে শুরম্ন এবং পরবর্তী বর্ণ 'Sb, Sh, Sg, Sf' এবং উহাদের পরিচালকবৃন্দের কর মামলা সমূহ পর্যায় নির্বিশেষে ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত সকল গার্মেন্টস কোম্পানী যাদের নাম ইংরেজী বর্ণমালার 'S' দিয়ে শুরু এবং পরবর্তী বর্ণ 'Ss, Sr, Sq, Sp, So, Sn, G' এবং উহাদের পরিচালকবৃন্দের কর মামলা সমূহ এবং ইংরেজী বর্ণমালার 'G' দিয়ে শুরু সকল গার্মেন্টস কোম্পানী সমূহ এবং উহাদের পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এল.টি.ইউ তে ন্যস্তকৃত কর মামলা সমূহ ব্যতীত)।

Circle-30 ( Company)
ক) ঢাকা সিভিল ডিভিশনের অন্তর্গত ইংরেজী বর্ণমালার S অক্ষরের পর ''Sf, Si, Sl, Sn St'' বর্ণমালা দিয়ে গঠিত কোম্পানী সমুহ এবং ইহার পরিচালকবৃন্দের আয়কর মামলা সমুহ। খ) ঢাকা সিভিল ডিভিশনের অন্তর্গত ইংরেজী বর্ণমালার S অক্ষরের পর '' St, Su, Sv, Sw, Sx, Sy Sz '' ত বর্ণমালা দিয়ে গঠিত গার্মেণ্টস কোম্পানী সমুহ এবং ইহার পরিচালকবৃন্দের আয়কর মামলা সমুহ।

Circle-31

১। বংশাল রোড (হোল্ডিং নং ৪৩/১-১০৮, ২। কে.পি.ঘোষ ষ্ট্রীট, ৩। কসাইটুলি, ৪। গোবিন্দ দাস লেন, ৫। সৈয়দ হাসান আলী লেন, ৬। পি.কে. রায় লেন এবং ৭। হাজী আব্দুর রশিদ লেন, ঢাকা।

Circle-32(salary)

তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিঃ, এইচবিএফসি, এফবিসিসিআই, বিজিএমইএ, দূতাবাস, ডিসট্রিক্ট কাউঞ্ছিল।

Also SEE : Jurisdiction and Address of Dhaka Tax Zone-01, Dhaka

Circle-33

মালিটোলা রোড, মালিটোলা লেন, বংশাল লেন, বংশাল রোড-১-৪২/২১১-২৬৭, গোলকপাল লেন, আনন্দমোহন বসাক লেন, ভিতর বাড়ী লেন, গোয়াল নগর লেন।
Circle-34
ঢাকা সিভিল জেলার নিম্নবর্ণিত এলাকা সমূহঃ ইংলিশ রোড, নবাব ইউসুফ রোড, নয়াবাজার সুইপার কলোনী, ফ্রেঞ্চ রোড, হাজী আব্দুলস্নাহ সরকার লেন, হাজী মঈনুদ্দিন রোড, নবাবপুর রোড (হোল্ডিং-২২৩-২৮২ পর্যন্ত)।


Circle-35(Company)
ক) ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত কোম্পানি পর্যায়ভুক্ত সকল সি এন্ড এফ এজেন্ট, ফ্রেইট হ্যান্ডলার ও তাদের পরিচালকবৃন্দের এবং ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্গত কোম্পানি নয় এইরূপ পর্যায়ের সি এন্ড এফ এজেন্ট এবং ফ্রেইট হ্যান্ডলারের কর মামলা সমূহ। খ) পর্যায় নির্বিশেষে ঢাকা সিভিল জেলায় প্রধান কার্যালয় অবস্থিত সকল গার্মেন্টস কোম্পানি যাদের নাম ইংরেজি বর্ণমালা "X" "Y" দিয়ে শুরু এবং উহাদের পরিচালকবৃন্দের কর মামলা সমূহ (এলটিইউ তে ন্যস্তকৃত কর মামলা সমূহ)

Circle-36(salary)
আইসিডিডিআর,বি, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট এন্ড মেডিকেল কলেজ হাসপাতাল,টিসিবি, বিটাকা,বিআইডব্লিউটিএ, বিআরটিসি, বাংলাদেশ সংবাদ সংস্থা, বিএফডিসি।

Circle-37
(ক) ঢাকা সিভিল ডিভিশন এবং নারায়ণগঞ্জ জেলার সকল প্রকার ঠিকাদারী কর মামলা সমূহ (লিমিটেড কোম্পানী ব্যতীত) যেগুলোর নামের প্রথম কে দ্বারা শুরু ( দি এবং মেসার্স ব্যতীত) (খ) ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-৭০ এর নিম্নলিখিত এলাকা সহ অত্র ওয়ার্ডের নিম্নলিখিত অত্র ওয়ার্ডেও সকল এলাকা কর মামলা সমূহ ( কর সার্কেল-৪৪ এ ন্যস্তকৃত অত্র ওয়ার্ডেও এলাকা সমূহের কর মামলা ব্যতীত) ১। সিদ্দিক বাজার (২) টেকেরহাট লেন (৩) কাজী আলাউদ্দিন রোড (৪) ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন।

Circle-38
ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ডের নিম্নলিখিত এলাকার কর মামলা সমূহ : ১) কাজী জিয়া উদ্দিন রোড, ২) সামসাবাদ লেন, ৩) শাহাজাদা মিয়া লেন, ৪) গোপী নাথ দত্ত কবিরাজ স্ট্রীট ও হারান স্ট্রীট ৫) বাগডাসা লেন, ৬) হায়বাৎনগর লেন, ৭) শরৎ চক্রবর্তী রোড (হোল্ডিং-১৭-১০৩), ৮) কাজী মুদ্দীন সিদ্দিকী লেন, ৯) জিন্দাবাহার লেন, ১০) জুমরাইল লেন।

Circle-39

১। হাজী ওসমান গনি রোড, ঢাকা। ২। আবুল হাসনাত রোড, ঢাকা। ৩। বি.কে গাংগুলী লেন, ঢাকা। ৪। সিক্কাটুলী লেন, ঢাকা। ৫। আগামসিহ লেন, ঢাকা। ৬। আগাসাদেক রোড,

Circle-40
ঢাকা সিটি কর্পোরেশন ৬৯ নং ওয়ার্ডের নিম্নলিখিত এলাকার কর মামলা সমূহ : মৌলভী বাজার, আজিজুল্লাহ রোড, বেগম বাজার এবং জেল রোড,


 Circle-41(salary)

ঢাকা সিভিল জেলায় অবস্থিত নিম্ন বর্নিত স্বায়ত্ব শাসিত সংস্থা, কর্পোরেশন ও বিভিন্ন সংস্থায় কর্মরত (অনিবাসী করদাতা ব্যতীত) কর্মকর্তা/কর্মচারীদের কর মামলা সমূহঃ (১) ওয়াসা (ঢাকা), (২) বি এস সি আই সি, (৩) বি এ ডি সি, (৪) ঢাকা স্টক এক্সচেঞ্জ, (৫) মেট্রোপলিটন চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ ঢাকা, (৬) ঢাকা চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ, (৭) বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, (৮) এটোমিক এনার্জি কমিশন এবং (৯) রাজউক।

Circle-42
ঢাকা সিভিল জেলায় অবস্থিত সকল ঠিকাদারী কর মামলা সমূহ (দি ও মেসার্স ব্যতিত) যাদের নামের প্রথম J ইংরেজী বর্ণমালা "J" দিয়ে শুরু (লিমিটেড কোম্পানী ব্যতিত) এবং ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং-৭২ এর নিম্নলিখিত এলাকাসহ অত্র ওয়ার্ডের সকল এলাকার কর মামলা সমূহ (কর সার্কেল- ২৬,২৭,ও ২৮ এ ন্যস্তকৃত অত্র ওয়ার্ডের এলাকাসমূহের কর মামলা ব্যতিত) *ক) নবরায় লেন, খ) কৈলাস ঘোষ লেন, গ) শাখাঁরী বাজার (হোল্ডিং-১-৬৫), ঘ) রাজার দেউরী, ঙ) কোর্ট হাউজ স্ট্রীট, চ) ডিসি কোট ও রায় সাহেব বাজার * ঢাকা সিটি কর্পোরেমনের ওয়ার্ড নং ৬৮ এর নিম্নলিখিত এলাকার কর মামলা সমূহ ১) রায় বাহাদুর ঈশ্বর চন্দ্র ঘোষ স্ট্রীট। * ঢাকা সিটি কর্পোরেমনের ওয়ার্ড নং ৭১ এর নিম্নলিখিত এলাকার কর মামলা সমূহ ১. পুরানা মোঘল টুলী।

 Circle-43
ঢাকা সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ডের নিম্নলিখিত এলাকা সহ অত্র ওয়ার্ডের সকল এলাকার কর মামলা সমূহ (কর সার্কেল-৪০ এ ন্যস্তকৃত অত্র ওয়ার্ডের এলাকাসমূহের কর মামলা ব্যতীত) (১) মকিম কাটরা, (২) কে.এম আজম লেন, (৩) নূর বক্স লেন, (৪) ডি.সি রায় রোড, (৫) এ.সি রায় রোড, (৬) বি কে রায় লেন, (৭) দিগু বাবু লেন, (৮) পদ্ম লোচন রায় রোড, (৯) শরৎ চন্দ্র চক্রবর্তী রোড এবং (১০) যোগেন্দ্র নারায়নশীল ষ্ট্রীট।

Circle-44
১। ঢাকা সিটি কর্পোরেশন, ওয়ার্ড নং ৭০ এর কর মামলা সমূহ। ২। নবাবপুর রোড, হোল্ডিং নং ১৪৪ হইতে ২২২ পর্যন্ত। ৩। নাজিরা বাজার লেন। ৪। লুৎফর রহমান লেন। ৫। কাজী আব্দুল হামিদ লেন

Impotent Note

আয়কর সম্পর্কে কোন পরামর্শ বা কোন অভিযোগ থাকিলে এই ইমেলে মেইল করুন tdszone2@gmail.com or suggestiontax@gmail.com,
উৎসে আয়কর সম্পর্কিত কোন তথ্য শেয়ার করতে মেইল করুন tdszone2@gmail.com
We are Professional. Need any forms please contact our E-mail, IMO and Whatsapp
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Show Comments
    HIDE Comments

    0 Response to "Jurisdiction of Tax Zone-2, Dhaka আয়কর অঞ্চল-২, ঢাকা এর অধিক্ষেত্র"

    Iklan Atas Artikel

    Iklan Tengah Artikel 1

    Iklan Tengah Artikel 2

    Iklan Bawah Artikel